নিজস্ব প্রতিবেদক
জাতীয়তাবাদী শহীদ জিয়া প্রজন্ম দল ফেনী সদর উপজেলার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে আহ্বায়ক মোহাম্মদ জহিরুল ইসলাম ও সদস্য সচিব শরিফ হোসেন নির্বাচিত হয়েছেন। গত শনিবার জেলা শহীদ জিয়া প্রজন্ম দলের সভাপতি মো. দাউদুল ইসলাম আকাশ ও সাধারণ সম্পাদক হৃদয় মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞাপ্তির মাধ্যমে ৩৪ সদস্য বিশিষ্ট সদর উপজেলা প্রজন্ম দলের আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটিতে সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আজহারুল ইসলাম সায়িম, যুগ্ম-আহ্বায়ক নুরুল আফসার মিটু, ইঞ্জিনিয়ার মিল্লাত হোসেন রায়াহান, মো. মোমিন ভূঁঞা, আবদুলাহ আল নোমান, মো. সাইফুল ইসলাম, মো. আইয়ুব আলী, মো. আনোয়ার মজুমদার, শাফায়েত মজুমদার, মেহেরাজ হোসেন, নাজমুল হাসান মারুফ, মো. আরিফ, হোসেন বাবু, ডা. মো. আরিফ রাজু, মো. শামীম, আবদুল মান্নান, সাইফুল ইসলাম টিটু ও আবু হাসনাত পাটোয়ারী মিনার নির্বাচিত হয়েছেন। এছাড়া আহ্বায়ক কমিটির সদস্য নুরুল আফসার ফাহিম, মো. আলী হাসান, মো. তুহিন, মেহেদি, মো.কামাল উদ্দিন, নাছির উদ্দিন, মো. মাসুদ, মো. মিজ্জা রায়হান, নূর নবী শুভ, আবদুল মোহিম শুভ, মো. রানা, মো. নুরুজ্জামান, মো. বাদশা ও মো. সম্রাট নির্বাচিত হয়েছেন। এসময় জেলা শহীদ জিয়া প্রজন্ম দলের সভাপতি মো. দাউদুল ইসলাম আকাশ বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা আগামীর বাংলাদেশ গঠনে কাজ করতে চাই। এসময় তিনি শহীদ জিয়া প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদক মজুমদার মুন্নার প্রতি কৃতজ্ঞতা ও শহীদ জিয়া প্রজন্ম দল ফেনী সদর উপজেলার আহ্বায়ক কমিটির সকল সদস্যকে জেলা প্রজন্ম দলের পক্ষ থেকে অভিনন্দন জানান।