সদর প্রতিনিধি
সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের মধ্যম চাঁদপুর আল জামেয়াতুল সিদ্দিকিয়া সদরিয়া আনসারিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে ফেনী জেলা স্বেচ্ছাসেবক দল।
মঙ্গলবার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মু: দেলোয়ার হোসাইন দোলন, লেমুয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও সদর উপজেলা বিএনপির সদস্য তৌহিদুল ইসলাম রুবেল, লেমুয়া ইউনিয়ন বিএনপির সহ সভাপতি সেলিম তালুকদার, জেলা যুবদলের সদস্য জিয়াউল হক জেবু, জেলা স্বেচ্ছাসেবক দলের গণশিক্ষা বিষয়ক সম্পাদক সাইফুর রহমান স্বপন, সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মাইন উদ্দিন, লেমুয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শাহিনুজ্জামান টিপু, লেমুয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা আবদুল হালিম, জাহিদুল হক চৌধুরী সোহেল, ইউনিয়ন যুবদল নেতা ইমাম হোসেন শামীম সহ অত্র মাদ্রাসার শিক্ষকবৃন্দ।
এসময় দেলোয়ার হোসেন দোলন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সদর উপজেলার প্রতিটি ইউনিটে দায়িত্বপ্রাপ্ত নেতাদের মাধ্যমে এ শীত বস্ত্র বিতরন করা হচ্ছে। ইতোপূর্বে কাজিরবাগসহ বিভিন্ন ইউনিটে দলীয় বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন এই শীত বস্ত্র বিতরন করেছেন।