নিজস্ব প্রতিবেদক
ফেনী ফুটবল ফিয়েস্তা’র আয়োজনে পাইলট মাঠে মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে অত্র ক্লাবের
সভাপতি আবু সাহাদাত মো.কায়সার ভূঁঞা বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইসমাইল হোসেন। ক্লাবের সদস্য আবদুল ওয়াহিদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস আরা বেগম ও জেলা ক্রীড়া অফিসার হীরা আক্তার। প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইসমাইল হোসেন বলেন, কিশোর গ্যাং কালচার ও মাদকের বিস্তার রোধে খেলাধুলার বিকল্প নেই। কিশোর গ্যাং কালচার ও মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে আমাদেরকে ব্যাপকভাবে এইসব টুর্নামেন্টের আয়োজন করতে হবে।