ছাগলনাইয়া প্রতিনিধিঃ
সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন ছাগলনাইয়ায় উপজেলা ও পৌর জামায়াতের নেতৃবৃন্দ। মঙ্গলবার বিকালে পৌর শহরে একটি রেস্তোরাঁয় মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ফেনী জেলার সাবেক আমীর ও বর্তমান সুরা কমিটির কেন্দ্রীয় সদস্য একেএম শামছু উদ্দিন। সভায় সাংবাদিক কবির সিদ্দিকীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন,জেলা জামায়াতের কৃষি ও অর্থনীতি বিষয়ক সম্পাদক মুজিবুর রহমান ও মজলিসে কর্ম পরিষদ ও জেলা সুরা কমিটির সদস্য পেয়ার আহমেদ।শুভেচ্ছা বক্তব্য রাখেন, ছাগলনাইয়া জামায়াতের আমীর মাওলানা আজাদ হোসেন, সাধারণ সম্পাদক জাফর আহমেদ, পৌর জামায়াতে আমীর মুফতী মাওলানা আবদুল হান্নান, সাধারণ সম্পাদক মো.ছালা উদ্দিন।
এসময় বক্তব্যরা সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন এবং বলেন,বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশ করে দেশ ও জাতির মঙ্গল কাজ করতে।