১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • টপ নিউজ >> দেশজুড়ে >> পরশুরাম
  • পরশুরামে মুহুরী নদীর বেড়িবাঁধ এলাকার মাটি সাবাড়
  • পরশুরামে মুহুরী নদীর বেড়িবাঁধ এলাকার মাটি সাবাড়

    দৈনিক আমার ফেনী

    আবু ইউসুফ মিন্টু
    পরশুরামে মুহুরী নদীর বেড়িবাঁধ এলাকার মাটি কেটে সাবাড় করে দেওয়া হচ্ছে। এই মাটি যাচ্ছে আশপাশের বিভিন্ন ইটভাটায়। এভাবে মাটি কাটার কারণে বর্ষা মৌসুমে পাহাড়ি ঢলের চাপে বেড়িবাঁধ ভেঙে মির্জানগর ও পৌর এলাকা বন্যাকবলিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। গতবছরও একই কায়দায় মুহুরি নদীর দুইপাশে বেড়িবাঁধের মাটি কেটে নিয়ে গেছে আওয়ামী লীগ নেতারা এতে নদীর একাধিক স্থানে ভেঙ্গে বিস্তীর্ণ এলাকার বন্যা কবলিত হয়ে পড়ে।
    স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, পরশুরাম দুবলাচাঁদের বিপরীতে বেড়িবাঁধের চরের মাটি কেটে নিয়ে যাচ্ছেন অসাধু ব্যবসায়ীরা। এক সাস ধরে প্রতিদিন রাত ১২টার পর শুরু হয় মাটি কাটা। এতে এক্সকেভেটর ব্যবহার করা হয়। ১০-১২টি ট্রাক-ট্রলি দিয়ে এসব মাটি নেওয়া হয় পাশের কয়েকটি ইটভাটায়। প্রতিদিন সকাল ৬টা পর্যন্ত বেড়িবাঁধ কাটার মহোৎসব চলে। রাতভর পরশুরাম বাজারের প্রতিটি সড়কে চলে মাটি বহনের গাড়ি।
    সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার মির্জানগর ইউনিয়ন কাউতলী ও নিজকালিকাপুর এলাকায় রাতের আঁধারে মাটি কেটে নিয়ে গেছে। সেখানকার বাসিন্দা রাবেয়া আক্তার ও তাঁর ছেলে সৌরভ জানান, এক্সভেটর (খননযন্ত্র) দিয়ে প্রতিদিন রাতে মাটি কেটে নিয়ে যায়।
    এছাড়া উপজেলার বিভিন্ন স্থানে অবাধে কৃষিজমির মাটি কেটে নিচ্ছে একটি চক্র। প্রশাসনের নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে ওই চক্র দিনরাত সমানতালে মাটি বিক্রি করছে।
    এলাকাবাসী জানান মির্জানগর ইউনিয়নের কাউতলী গ্রামের আবদুল মুনাফ এবং হাবিবুর রহমান হাবিব ও সেলিম রাতে এক্সকাভেটর দিয়ে বেড়িবাঁধের মাটি কেটে বিক্রি করছেন।

    আরও পড়ুন

    জনসভাকে কেন্দ্র করে জেলা বিএনপির প্রস্তুতি সভা
    ফাজিলপুরে যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    চাঁদাবাজির অভিযোগে জামায়াতের জাকির বহিষ্কার
    ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে ৬০ লাখ টাকা চাঁদাবাজি
    ক্রীড়া সংস্থার কমিটি বাতিলের দাবিতে লিফলেট বিতরণ
    স্কাউটস’র সহ-সভাপতি সাংবাদিক রহীম
    হাইওয়ে পুলিশ ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন
    রোগীদের অযথা হয়রানি বন্ধে যত্নবান হউন -জেলা প্রশাসক