নিজস্ব প্রতিবেদক
ফেনী শহরের পশ্চিম উকিল পাড়া মজুমদার বাড়ির বাসিন্দা প্রবীন সাংবাদিক এরশাদ মজুমদার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত রোববার রাত পৌঁনে ১১ টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তার লাশ হিমঘরে রাখা হয়েছে। জানাজা ও দাফন কোথায় হবে তা এখনো জানা যায়নি। নিহতের স্বজনদের সাথে কথা বলে জানা যায়, এরশাদ মজুমদারের দুই ছেলে বর্তমানে দেশের বাইরে আছেন। তারা দেশে আসলে জানাজা ও দাফন কোথায় করা হবে সিদ্ধান্ত নিয়ে তা জানানো হবে। প্রবীন সাংবাদিক এরশাদ মজুমদারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দৈনিক আমার ফেনীর সম্পাদক ও প্রকাশক জমির বেগ। এসময় তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। জাতীয় প্রেসক্লাবের আজীবন সদস্য এরশাদ মজুমদার ফেনী থেকে ‘ফসল’ নামে একটি সাপ্তাহিক পত্রিকা বের করতেন। এরশাদ মজুমদারের সাংবাদিকতা শুরু পাকিস্তান অবজারভার দিয়ে। স্বাধীনতার পর সেটির নাম হয় ডেইলি অবজারভার। সর্বশেষ তিনি ডেইলি অবজারভারের সম্পাদক ছিলেন। এর আগে তিনি নিউ নেশন, ডেইলি নিউজসহ বেশকিছু জাতীয় পত্রিকায় কাজ করেছেন।