১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • টপ নিউজ >> দেশজুড়ে >> ফেনী
  • নগদ প্রণোদনা চেয়ে বিসিক মালিক সমিতির সংবাদ সম্মেলন
  • নগদ প্রণোদনা চেয়ে বিসিক মালিক সমিতির সংবাদ সম্মেলন

    দৈনিক আমার ফেনী

    নিজস্ব প্রতিবেদক

    ফেনীতে স্মরণকালের ভয়াবহ বন্যার ফলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য নগদ প্রণোদনা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন চাড়িপুর বিসিক মালিক সমিতি। গতকাল সোমবার বিকেলে ফেনী প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চাড়িপুর বিসিক শিল্পনগরী শিল্প মালিক সমিতির সহ-সভাপতি মাঈন উদ্দিন আহমেদ কামরান। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, চাড়িপুর বিসিক শিল্পনগরী শিল্প মালিক সমিতির কোষাধ্যক্ষ আতাউর রহমান, শতরুপা হ্যান্ডমেইড পেপার মিলসের পরিচালক মোহাম্মদ সালাউদ্দিন শামীম, ফেনী দাওয়াখানার পরিচালক আতিকুল আলম ও ফজলুল হক খান এ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রির ব্যবস্থাপনা পরিচালক জহিরুল আলম খান ও ব্যবসায়ী শহীদ উল্যাহ। সংবাদ সম্মেলনে কামরান বলেন, আগস্টের ভয়াবহ বন্যার সময় বিসিকের ৩৭টি ফ্যাক্টরি বন্যার পানিতে তলিয়ে যায়। বন্যার ফলে বিসিক শিল্প এলাকায় অবস্থিত সকল শিল্পপ্রতিষ্ঠানের কাঁচামাল, উৎপাদিত পণ্য, মেশিনারিজ, আসবাবপত্র নষ্ট হয়ে যায়। এতে আমাদের আনুমানিক ১৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়। আমরা প্রতি বছর সরকারকে ৫৭ কোটি টাকা ভ্যাট প্রদান করি। বন্যা পরবর্তী সময়ে আমরা নগদ প্রণোদনার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের বাণিজ্য উপদেষ্টা, অর্থ উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ও বিসিক চেয়ারম্যান বরাবর আবেদন করি।দুঃখজনক হলেও সত্যি যে, আবেদন করার ৫ মাস গত হলেও আমরা এখন পর্যন্ত সরকারের কাছ থেকে কোনো ধরনের সাহায্য সহযোগিতা পাই নাই। আমরা পুঁজি হারিয়ে আজ দিশেহারা। উৎপাদন বন্ধ থাকার ফলে ফেনীসহ পার্শ্ববর্তী জেলার আনুমানিক ৪ হাজার শ্রমিক মানবেতর জীবনযাপন করছে। এসময় তিনি উপস্থিত সাংবাদিকদের মাধ্যমে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদেরকে নগদ প্রণোদনা সহায়তা দিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন।

    আরও পড়ুন

    জাফর উল্লাহ সিদ্দিকির পরিবারকে পুনরায় হুমকি
    নিজ গ্রামে সংবর্ধনা পেলেন ক্রিকেটার আল ফাহাদ
    ফেনীতে মাদ্রাসা শিক্ষার্থীর আকস্মিক মৃত্যু
    পরশুরামে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
    ইট ভাটা ও ব্রিক ফিল্ডে উচ্ছেদ অভিযান
    পরশুরামে মুহুরী নদীর বেড়িবাঁধ এলাকার মাটি সাবাড়
    ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০ বছর ধরে বিকল এক্স-রে মেশিন
    বিএনপির কমিটি ঘিরে মিশ্র প্রতিক্রিয়া