শহর প্রতিনিধি
জাতীয়তাবাদী ওলামাদলের ফেনী জেলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার শহরের ইসলামপুর রোডস্থ বিএনপির অস্থায়ী কার্যালয়ে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক পদ প্রার্থী মাওলানা আব্দুল মতিন।
সদস্য সচিব পদপ্রার্থী মাওলানা এমদাদ উল্লাহ’র সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় টিম লিডার ড. সলিম উল্লাহ মাওলানা গাজী আবু বকর শিবলী। বিশেষ অতিথি ছিলেন মাওলানা মীর হোসেন, মাওলানা আহমদ সালেহ তাওসিফ, মাওলানা শরীফুল্লাহ, মাওলানা কাজী আব্দুল হান্নান জিলানী।
জানাগেছে ফেনীতে জাতীয়তাবাদী ওলামাদলের জেলা কমিটি গঠনের লক্ষে এই সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় ওলামাদলের চট্টগ্রাম বিভাগীয় টিম প্রধান গাজী আবু বকর শিবলী বলেন, বিগত ১৫ বছর আমরা জেলা উপজেলায় কমিটি করতে পারি নি। রাজপথে সক্রিয় থাকার কারনে আমাদের আলেমরা নির্যাতিত হয়েছেন। ওলামালীগের নেতারা আওয়ামী লীগের সহায়তায় আমাদের ওলামাদলকে সর্বশান্ত করেছে। আমাদের মামলা দিয়ে হয়রানি করেছ। বাড়িতে পর্যন্ত ঘুমাতে দেয়নি। এখানে আহ্বায়ক ও সদস্য সচিব প্রার্থীরাও নির্যাতনের শিকার হয়েছেন।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক মাওলানা আনোয়ার হোসেন টিপু, মাওলানা কাওসার হামিদ, ড. এমরান, মাওলানা নিজাম উদ্দিন।