নিজস্ব প্রতিবেদক
ফেনীতে শিশুর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে এবং জলবায়ুর প্রভাব মোকাবেলায় কিশোর-কিশোরীদের মাধ্যমে জনসম্পৃক্তকরণ বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শিশু কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিস, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজনে ও ইউনিসেফ’র সহযোগিতায় অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম। ভলান্টিয়ার ফর বাংলাদেশে’র সাধারণ সম্পাদক বিবি হালিমা আক্তার হ্যাপির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিসেফ চট্টগ্রাম বিভাগের প্রধান ফিল্ড অফিসার মাধুরী ব্যানার্জি, ইউনিসেফ’র সামাজিক আচরণ পরিবর্তন বিষয়ক কর্মকর্তা আবদুল জলিল ও জেলা তথ্য অফিসার এস.এম.আল আমিন।
প্রধান অতিথি জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম বলেন, আজকের তরুণরাই হচ্ছে আগামী দিনের স্টার। আজকের তরুণ প্রজন্ম খুবই কর্মতৎপর। এইসব তরুণদের মাধ্যমে আমরা শিশুর প্রতি সহিংসতা বন্ধসহ বাল্যবিবাহ প্রতিরোধ করতে পারি। আমি আশা করি আগামীর বাংলাদেশে শিশুদেরকে সুস্থভাবে বাঁচার পরিবেশ সৃষ্টির জন্য রাষ্ট্রীয় পর্যায়ের নীতিনির্ধারকেরা আরো বেশি মনোযোগী হবেন।