নিজস্ব প্রতিবেদক
‘ডায়াবেটিস: সুস্বাস্থ্যই হোক আমাদের অঙ্গীকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফেনীতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল ১০ টার দিকে ফেনী ডায়াবেটিক সমিতির উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালী হাসপাতাল প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম মোহাম্মদ বাতেন, ফেনী ডায়াবেটিক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) খান মো. আসাদুল্লা হেল গালিব, সহকারী পরিচালক মোহাম্মদ ইউনুছ, ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা, ফেনী ডায়াবেটিক সমিতি এডহক কমিটির কোষাধ্যক্ষ নুরুল আমিন খান ও এডহক কমিটির সদস্য এডভোকেট মো. নাছির উদ্দিন তছলিম। এছাড়া অন্যান্যদের মাঝে র্যালীতে বর্ণিল সাজে বিএনসিসি, রোভার স্কাউট, বাদকদল, স্কাউট, গালর্স গাইড, রেড ক্রিসেন্ট যুব ইউনিট, রোটারেক্টসহ জেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।
প্রসঙ্গত, ১৯৯১ সালে আন্তর্জাতিক ডায়াবেটিক ফেডারেশন (আইডিএফ) ১৪ নভেম্বর তারিখটিকে ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ হিসেবে ঘোষণা করে। ২০০৭ সাল থেকে বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে। বাংলাদেশ ডায়াবেটিক সমিতির অনুরোধে বাংলাদেশ সরকার ১৪ নভেম্বর ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ পালনের জন্য জাতিসংঘে প্রস্তাব করে। ২০০৬ সালের ২০ ডিসেম্বর জাতিসংঘে এ প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।