নিজস্ব প্রতিবেদক
‘দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ ‘এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফেনীতে জাতীয় যুব দিবস অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার।
জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক সাইফুদ্দিন মোহাম্মদ হাছান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. রায়হান মেহবুব, সবুজ বাংলা এনজিও সংস্থার নির্বাহী পরিচালক জয়নাল আবেদীন রাসেল, গ্রাম উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন, মিতালী মহিলা উন্নয়ন সংস্থার সভানেত্রী লুৎফুন নাহার ও ব্র্যাকের জেলা প্রতিনিধি ওমর ফারুক। এসময় প্রধান অতিথি জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার বলেন, আজকের যুবসমাজ আমাদের নতুন বাংলাদেশের মূল কারিগর।
ছাত্র-জনতার রক্তের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এসময় তিনি উপস্থিত ছাত্র
প্রতিনিধিদেরকে অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকার আহবান জানান। আলোচনা সভা শেষে প্রধান অতিথি অন্যান্য অতিথিদের সাথে নিয়ে যুব ঋণের চেক, সনদপত্র ও পুরস্কার বিতরণ করেন।
উল্লেখ্য, জাতীয় যুব দিবস-২০২৪ উপলক্ষে ফেনী জেলার সফল শ্রেষ্ঠ সংগঠক (পুরুষ) নজরুল ইসলাম, শ্রেষ্ঠ সফল আত্নকর্মী (নারী) ছালেহা বেগম রীপা ও সফল শ্রেষ্ঠ সংগঠক (নারী) জোহরা আক্তার রুমা মনোনীত হয়েছেন।