দাগনভূঞা প্রতিনিধি.
‘দক্ষ যুব গড়বে দেশ বৈষম্যহীন বাংলাদেশ’ এ প্রতিপাদ্য নিয়ে পালিত হয়েছে জাতীয় যুব দিবস
দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে দাগনভূঞা উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে যুব র্যালী, শপথ পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা অফিসার্স ক্লাবে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দাগনভূঞা উপজেলা নির্বাহী অফিসার নিবেদীতা চাকমা।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. তাফাজ্জল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা লুৎফুল হায়দার, দাগনভূঞা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইয়াছিন রনি, নবউত্তরণ খেলাঘর আসরের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন মিলন, ইয়ারপুর মহিলা সমিতি সভাপতি হোসনে আরা কাওসার, আলোর দিশারী যুব সংগঠনের সভাপতি সাইফুদ্দিন আহমেদ জুয়েল, সফলাত্যকর্মী আবু হাসান ভূঞা, নুর জহান কাওসার সাইমুন ও বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি সাজ্জাদ হোসেন।
সভার যৌথ সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. কুদরত হোসেন ও কাওসার হোসেন ভূঞা।
আলোচনা সভা শেষে ৭ জন যুব উদ্যোক্তাকে যুব ঋনের চেক বিতরণ, ৬০ জন প্রশিক্ষনার্থীকে সনদ ও ভাতা প্রদান করা হয়।