নিজস্ব প্রতিবেদক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপোল এলাকায় গাঁজাসহ ২ জনকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) আবদুল মান্নান (২৪) ও সায়েদুল হককে (২০) আটকের পর মোবাইল কোর্টের মাধ্যমে মাদক নিয়ন্ত্রণ আইনে জেল-জরিমানা প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পূদম পুষ্প চাকমা ও মাহমুদা কুলসুম মনি। আটককৃত আবদুল মান্নান সোনাগাজী উপজেলার মান্দারি এলাকার আমির হোসেনর ছেলে ও সায়েদুল হক একই উপজেলার মান্দারি এলাকার আবদুর রাজ্জাকের ছেলে। এব্যাপারে অভিযান পরিচালনাকারী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. আবু তাহের বলেন, বৃহস্পতিবার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রেইডিং টীম এই অভিযান পরিচালনা করেন। এই সময় গাঁজাসহ ২ জনকে আটক করা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাদের জেল-জরিমানা করা হয়।