নিজস্ব প্রতিবেদক
জাতীয় সমাজতান্ত্রিক দলের ৫২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত আলোচনায় সভায় জেলা সমাজতান্ত্রিক দলের সভাপতি হীরালাল চক্রবর্তীর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা প্রগতিশীল আইনজীবী পরিষদের সভাপতি এডভোকেট সমীর কর। জেলা সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক এডভোকেট শামসুদ্দিন মজুমদার সাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা জেএসডি’র সিনিয়র সহ-সভাপতি কামাল উদ্দিন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন ও দাগনভূঞা উপজেলা জেএসডি’র আহ্বায়ক তাজউদ্দিন আজাদ। এসময় জেলা জেএসডি’র সভাপতি হীরালাল চক্রবর্তী বলেন, বিগত সময়ে আওয়ামী লীগ সরকার আমাদের ভাত ও ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। রক্তাক্ত জুলাই হত্যাকান্ড ও ফ্যাসিবাদী সরকারের সশস্ত্র শক্তির বিরুদ্ধে নিরস্ত্র ছাত্র-জনতার এই অভ্যুত্থান-বিশ্ব রাজনীতিতে এক অনন্য ঘটনা। বিগত দিনে যারা দেশের টাকা বিদেশি পাচার করেছে ও সিন্ডিকেটের মাধ্যমে জনগণের টাক হাতিয়ে নিয়েছে তাদেরকে বিচারের আওতায় আনার জন্য তিনি অন্তবর্তীকালীন সরকারের কাছে জোর দাবি জানান।