১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • ছাগলনাইয়া >> টপ নিউজ >> দেশজুড়ে
  • ছাগলনাইয়ায় পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনী
  • ছাগলনাইয়ায় পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনী

    দৈনিক আমার ফেনী

    ছাগলনাইয়া প্রতিনিধি
    ২৮ অক্টোবর পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে ফেনীর ছাগলনাইয়ায় জামায়াত ইসলামীর আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
    সোমবার (২৮অক্টোবর) বিকেলে ছাগলনাইয়া পৌর শহরের জিরো পয়েন্ট ছাগলনাইয়া উপজেলা ও পৌর জামায়াতের সমন্বয়কারী, ফেনী জেলা শাখার সূরা ও কর্মপরিষদ সদস্য মোঃ মজিবুর রহমানের সভাপতিত্বে উপজেলা জামায়াত ইসলামীর আয়োজনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
    প্রধান অতিথির বক্তব্যে মোঃ মজিবুর রহমান বলেন, এদেশের তৌহিদী জনতাসহ সকল মানুষকে সাথে নিয়ে ফ্যাসিস্ট হাসিনা যে ষড়যন্ত্র করছে তার বিরুদ্ধে মাঠে ময়দানে সোচ্চার থাকতে হবে।
    তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ মনে করে তাদের ভরসা এখন বাংলাদেশ জামায়াতে ইসলামী।আমাদের মানুষের কাছে যেতে হবে,মানুষের সেবক হতে হবে।
    অনুষ্ঠানে বক্তারা ২৮ অক্টোবরের পল্টন ট্রাজেডি ঘটনার নানা স্মৃতিচারণ ও ঘটনা তুলে ধরেন।
    উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা জাফর আহাম্মদ মোল্লা ও পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ওসমান গণি আরিফের যৌথ সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, পৌর জামায়াতের সাবেক আমীর মাওলানা পেয়ার আহাম্মদ মজুমদার, উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা আবদুর রউফ, মাওলানা আবুল হোসেন ফারুকী,জেলা ছাত্র শিবিরের সভাপতি ইমাম হোসেন, পৌর জামায়াতের সাবেক আমীর মাওলানা নাজমুল হাসান,সহ সেক্রেটারি মাওলানা মুফতি আবদুল হান্নান, পৌর জামায়াতের সেসেক্রেটারী মোহাম্মদ সালাহ উদ্দিন, পৌর জামায়াতের প্রচার ও মিডিয়া সভাপতি মাওলানা কবির আহাম্মদ সিদ্দিকী,উপজেলা জামায়াতের সহ সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান ভূঁইয়া, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোতাহের হোসেন লিটন,সাবেক ছাত্র নেতা কাজী ওবাইদুল হক সিরাজী, ঘোপাল ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা সরওয়ারুল ইসলাম,মহামায়া জামায়াতের সাবেক আমীর মাওলানা জহির উদ্দিন, সেক্রেটারী খুরশিদ আলম, পাঠাননগর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মাওলানা হাফেজ আবুল কাসেম,রাধানগর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী ইঞ্জিনিয়ার ইমরান হোসেন, ঘোপাল ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী শাহাদাত হোসেন সৌরভ,শুভপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী শাহেদুল হামিদ রাহাত,পৌর ছাত্র শিবিরের সাথী শাখার সভাপতি মোহাম্মদ আসিফ,ছাত্র শিবিরের উপজেলা দক্ষিণ শাখার মীর রেদোয়ান হোসেন, ছাত্র শিবিরের উপজেলা উত্তর শাখার সভাপতি মোহাম্মদ হানিফ, পশ্চিম শাখার সভাপতি আনোয়ার হোসেন তারেক,জামায়াত নেতা আরিফ উদ্দিন বাদল,রেদোয়ান উল্লাহ ফাহিম, জুলফিকার আলী প্রমূখ।

    আরও পড়ুন

    চলে গেলেন সাংবাদিক এরশাদ মজুমদার
    নগদ প্রণোদনা চেয়ে বিসিক মালিক সমিতির সংবাদ সম্মেলন
    জাতীয়তাবাদী ওলামাদলের মতবিনিময় সভা
    আজকের তরুণরাই হচ্ছে আগামী দিনের স্টার- জেলা প্রশাসক
    মাতুভূঞায় জামায়াতের কর্মী সম্মেলন
    ফেনীতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
    ইসলামী আন্দোলনের আমীর গণ বিপ্লবের মহানায়ক ছিলেন: মাও. জাফরী
    কোম্পানীগঞ্জে চাঁদা না পেয়ে ছুরিকাঘাত, আহত-৪