নিজস্ব প্রতিবেদক
ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ মর্ম সিংহ ত্রিপুরা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির জন্য আপনারা সবাই পুলিশকে স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করবেন। যে কোন সহনশীল পরিস্থিতি উত্তরণ ঘটাতে হবে। এলাকায় মাদক ব্যবসা, মাদক সেবন রোধে জিরো টলারেন্স। যারা মাদক ব্যবসায়ের সাথে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও যে কোন অন্যায়, অপরাধ ও ব্যাধি নির্মূলে সবার সহযোগিতা একান্তভাবে কামনা করেন।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেলে ফেনী সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়ন পরিষদের মিলনায়তনে বিট পুলিশিং সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্থানীয় বিট অফিসার এস আই (উপ-পরিদর্শক) মো. নাজমুল হাসান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন- ফেনী মডেল থানার এস আই (উপ-পরিদর্শক) সেকেন্ড অফিসার নারায়ণ চন্দ্র দাস, কাজিরবাগ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা কৃষক দলের সভাপতি মো. জসিম উদ্দিন ও কাজিরবাগ ইউনিয়ন বিএনপির সভাপতি নুর নবী হিটলার, সাধারণ সম্পাদক মো. মিজান, স্থানীয় ছাত্র প্রতিনিধি মো. তারেক।
অন্যান্যের মধ্যে সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাইফুর রহমান সাইফুল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুর মোহাম্মদ ভুট্টাে, যুবদল সাবেক সভাপতি মানিক মজুমদারসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।