নিজস্ব প্রতিবেদক
ফেনী জেলা জামায়াতে ইসলামীর আমীর হলেন মুফতি আবদুল হান্নান। বহস্পতিবার (২৪ অক্টোবর) বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ স্বাক্ষরিত পত্রের মাধ্যমে জেলা জামায়াতে ইসলামীর আমীর মুফতি আবদুল হান্নানকে মনোনীত করার বিষয়ে জানানো হয়। তিনি জেলা জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি ছিলেন।
মুফতি আবদুল হান্নান জেলা জামায়াতের আমীর হওয়ায় জেলা জামায়াত ও অঙ্গ সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ তাকে অভিনন্দন জানিয়েছেন।