নিজস্ব প্রতিবেদক
পরশুরাম উপজেলার সাতকুচিয়া সমাজ কল্যাণ সংস্থা নামে সামাজিক সংগঠনের কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি পদে ইমদাদুল হক বাবলু ও সাধারণ সম্পাদক পদে সাইফুল ইসলাম চৌধুরীকে নির্বাচিত করা হয়। শুক্রবার সাতকুচিয়া সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা পরিষদের সদস্যদের স্বাক্ষরিত পত্রের মাধ্যমে ১৮ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়।
নির্বাচিত কমিটির অপরাপর সদস্যরা হলেন, সহ-সভাপতি এমরান চৌধুরী, আবদুল গফুর রানা, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন, রেজাউল চৌধুরী, মোয়াজ্জেম চৌধুরী, মো. হানিফ, সাংগঠনিক সম্পাদক ফখরুল ইসলাম চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদক নুরুল আফসার, মো. আজিম, দপ্তর সম্পাদক শাহপরান শাহীন, অর্থ সম্পাদক এ.এম মুন্না, শিক্ষা বিষয়ক সম্পাদক নিশাত মজুমদার, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক তুষার ভূঁঞা, ধর্ম বিষয়ক সম্পাদক আরিফ হোসেন, ত্রাণ বিষয়ক সম্পাদক নাঈম চৌধুরী ও ক্রিড়া সম্পাদক রাহুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
সংগঠনটির নবনির্বাচিত সভাপতি ইমাদুল হক বাবলু বলেন, মাননবসেবার লক্ষ্যে আমাদের যুব সমাজকে সম্পৃক্ত করার মাধ্যমে অসহায়ের পাশে আমরা দাঁড়াতে চাই।