১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • টপ নিউজ >> দেশজুড়ে >> ফেনী সদর
  • শহীদ সিহাব স্মরণে সভা ও প্রীতি ফুটবল ম্যাচ
  • শহীদ সিহাব স্মরণে সভা ও প্রীতি ফুটবল ম্যাচ

    দৈনিক আমার ফেনী

    নিজস্ব প্রতিবেদক

    ফেনীর মহিপালে বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণঅভ্যুত্থান আন্দোলনে আওয়ামী লীগের গুলিতে নিহত শহীদ ওয়াকিল আহমেদ শিহাবের স্মরণ সভা ও প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের মাথিয়ারা মাঠে সভা ও প্রীতি ফুটবল ম্যাট অনুষ্ঠিত হয়।

    এতে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক গাজী হাবিব উল্লাহ মানিক।

    ফেনী সদর উপজেলা বিএনপির সদস্য কামাল উদ্দিন আহমেদের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী, এয়াকুব নবী, জেলা ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দিন মামুন।

    সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক এম রিয়াদ হোসেন মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণ সভা ও প্রীতি ফুটবল ম্যাচ শেষে পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফেনী পৌর বিএনপির যুগ্ম আহবায়ক খুরশিদ আলম ভূঁইয়া, পাঁচগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন দেলু চেয়ারম্যান, সাধারণ সম্পাদক নুর নবী মেম্বার, সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন মজুমদার, সাবেক সভাপতি কাবুল হোসেন কাবুল মেম্বার, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জোবায়ের হোসেন, ফেনী পৌর যুবদলের সদস্য সচিব নিজাম উদ্দিন সোহাগ, সদর উপজেলা ছাত্রদলের সদ্য সাবেক আহবায়ক দেলোয়ার হোসেন, যুবদল নেতা মওদুদ আহমেদ রনি, আজিম উদ্দিন সোহাগ ও ছাত্রদল নেতা জহির প্রমুখ। এসময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    শেষে উপস্থিত অতিথিবৃন্দ প্রীতি ফুটবল ম্যাচে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের অধিনায়কের হাতে ক্রেস্ট প্রদান করেন। এছাড়া ২৪ এর গণঅভ্যুত্থান আন্দোলনে গুলিতে দক্ষিণ কাশিমপুর গ্রামের বাসিন্দা নিহত শহীদ ওয়াকিল আহমেদ শিহাবের আত্মার মাগফিরাত কামনা করে দাঁড়িয়ে নিরবতা পালন ও দোয়া করা হয়।

    আরও পড়ুন

    ফরহাদনগরে বিএনপির ইফতার মাহফিল
    মেহেদির রঙ শুকানোর আগেই যৌতুকের দাবিতে গৃহবধুকে হত্যা, শ্বশুড় গ্রেফতার
    ফেনীতে সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণেনয়দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু
    হামলার অভিযোগ অস্বীকার করে যুবদল নেতার সংবাদ সম্মেলন
    দাগনভূঞায় শিক্ষক লাঞ্চনাকারীদের বিচারের দাবীতে মানববন্ধন
    কোম্পানীগঞ্জে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুড় গ্রেফতার
    প্রধান শিক্ষকের ওপর হামলার ঘটনায় বরখাস্তকৃত পিয়ন গ্রেপ্তার
    ড. আরেফিন সিদ্দিক আর নেই