নিজস্ব প্রতিবেদক
ফেনী জেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। ১৭ অক্টোবর বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এমন তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
কমিটির আহবায়ক হিসেবে জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ফেনী পৌরসভার সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেন মিয়া হাজারী ও সদস্য সচিব হিসেবে যুবলীগ নেতা শাখাওয়াত হোসেনকে দেখানো হয়েছে। কমিটির যুগ্ন আহবায়ক হিসেবে পৌর আওয়ামী লীগের সভাপতি আইনুল কবির শামীম ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ছাত্রলীগ থেকে বহিষ্কৃত ছাত্রনেতা কানাডা প্রবাসী মাইদুল আলম লাভলুর নাম রয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে আইনুল কবির শামীম বলেন, তথ্যটি সত্য নয়। এটি একটি অপপ্রচার ও গুজব। তিনি দলীয় নেতাকর্মীদের বিভ্রান্ত না হওয়ার জন্য আহবান জানিয়েছেন।