দাগনভূঞা প্রতিনিধি
দাগনভূঞা উপজেলা বিএনপির উদ্যােগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির সভাপতি আকবর হোসেনের বাস ভবনে শুক্রবার অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দাগনভূঞা উপজেলা বিএনপির সহ-সভাপতি মাহমুদুল হক মাধু, হামিদুল হক, মাঈন উদ্দিন খাজু, বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, রফিকুল ইসলাম, ডা. হারু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুল মতিন চৌধুরী, সাবেক পৌর বিএনপির সভাপতি আবদুল্লাহ মিয়া প্রমুখ।
সভায় দলকে গতিশীল ও ঐক্যবদ্ধ রাখতে বক্তব্য রাখেন নেতৃবৃন্দ।
এর আগে উপজেলাধীন আটটি ইউনিয়ন ও পৌর এলাকার বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের সাথে সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আকবর হোসেন জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার দেশনায়ক তারেক রহমানের নির্দেশে দলকে গতিশীল ও ঐক্যবদ্ধ রাখতে সকল স্তরের নেতাকর্মীদের নিয়ে ধারাবাহিকভাবে সাংগঠনিক মতবিনিময় সভার আয়োজন করেছি। আশা করছি এর মাধ্যমে দাগনভূঞা উপজেলায় বিএনপি পরিবার এক্যবদ্ধ থেকে দলকে গতিশীল করবে। তিনি এর জন্য সকল নেতাকর্মীর সহযোগিতা কামনা করেন।