নিজস্ব প্রতিবেদক
বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়ন আওয়ামী লীগের
সহ-সভাপতি গিয়াস উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ১৭ অক্টোবর দুপুরে শহরের পূর্ব উকিল পাড়া নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গিয়াস উদ্দিন (৫০) সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মৃত মোখলেসুর রহমানের ছেলে ও তাকিয়া বাজার ওছমানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
পুলিশ সূত্রে জানা যায়, সদর উপজেলার ধলিয়া ইউনিয়ন যুবদলকর্মী মহিউদ্দিনের দায়ের করা মামলায় এজাহারনামীয় আসামি ছিলেন গিয়াস উদ্দিন। বৃহস্পতিবার দুপুরের দিকে অভিযান চালিয়ে শহরের পূর্ব উকিল পাড়া এলাকায় নিজ বাসা থেকে গিয়াস উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।
ছাত্র-জনতার আন্দোলনে বড় মসজিদ এলাকায় বিক্ষোভ মিছিলে হামলার ঘটনায় দায়ের করা মামলাসহ ড়–ই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা বিষয়টির সত্যতা নিশ্চিত করে দৈনিক আমার ফেনীকে বলেন, গিয়াস উদ্দিন এজাহারনামীয় আসামি। আদালতের নির্দেশে তাক কারাগারে পাঠানো হয়েছে।