নিজস্ব প্রতিবেদক
বীর মুক্তিযোদ্ধা মীর হোসেন ভূঁঞা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার (৪ অক্টোবর) বিকেল ৪ টার দিকে সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়নের সোনাপুর ভূঁঞা বাড়িতে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
তিনি ফেনী সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়নের সোনাপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ও জেলা শিক্ষক সমিতির সাবেক সভাপতি।
মরহুমের পরিবার সূত্র মোতাবেক জানাযায়, আগামীকাল শনিবার সকাল ১১ টায় সোনাপুর উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। গেরিলা মুক্তিযোদ্ধা মীর হোসেন ভূঁঞার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব সফিকুল বাহার মজুমদার টিপু। এসময় তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।