১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • টপ নিউজ >> দেশজুড়ে >> ফেনী
  • প্রাথমিক সহকারী শিক্ষকদের ১০ গ্রেড বাস্তবায়নের দাবীতে মানববন্ধন
  • প্রাথমিক সহকারী শিক্ষকদের ১০ গ্রেড বাস্তবায়নের দাবীতে মানববন্ধন

    দৈনিক আমার ফেনী

    নিজস্ব প্রতিবেদক
    ফেনীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা তাদেন ১০ম গ্রেডে পদায়নের দাবিতে মানববন্ধন করেছে।
    বৃহস্পতিবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মানববন্ধনে প্রধান বক্তা ছিলেন শেখ মো. গিয়াসউদ্দিন। এসময় তিনি বলেন, প্রাথমিকের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড নিছক কোনো দাবি নয়, এটা ন্যায্য অধিকার। প্রাথমিকের সহকারী শিক্ষকদের নিয়োগের জন্য যোগ্যতা, স্নাতক সমমান (২য় বিভাগ) বেতন গ্রেড ১৩তম। পাশাপাশি হাইস্কুলের সহকারী শিক্ষকদের নিয়োগের যোগ্যতা স্নাতক সমমান, বেতন গ্রেড ১০ম। পুলিশের উপপরিদর্শকের নিয়োগের যোগ্যতা স্নাতক বা সমমান, বেতন গ্রেড ১০ম। হাসপাতালের নার্সদের নিয়োগের যোগ্যতা বিএসসি ইন না‌র্সিং, বেতন গ্রেড ১০ম। উপসহকারী কৃষি কর্মকর্তার নিয়োগের যোগ্যতা ৪ বছর মেয়াদি কৃষি ডিপ্লোমা, বেতন গ্রেড ১০ম। ইউনিয়ন পরিষদ সচিবের নিয়োগের যোগ্যতা স্নাতক, বেতন গ্রেড ১০ম, যেহেতু বর্তমান সময়ে প্রাথমিক শিক্ষকদের নিয়োগ যোগ্যতা স্নাতক, সেক্ষেত্রে প্রাথমিক সহকারী শিক্ষকদেরও ১০ম গ্রেড দাবি বাস্তবাযন করতে হবে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মতো গুরুত্বপূর্ণ স্তরে স্নাতক-স্নাতকোত্তর শিক্ষকদের ১৩তম গ্রেডে তৃতীয় শ্রেণির মর্যাদায় রেখে দেওয়া হয়েছে। চরম একটা গ্রেড-বৈষম্যের শিকার হয়ে আছেন প্রাথমিক সহকারী শিক্ষকেরা। বর্তমান সরকার যেন প্রাথমিক শিক্ষকদের প্রাণের দাবি ১০ম গ্রেড অতিশীঘ্রই বাস্তবায়ন করে।
    অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, ফেনী সদর উপজেলা থেকে ফেরদৌস আরা, মো. শাহজাহান, মো. লোকমান, তৌহিদুল ইসলাম, আশেক এলাহী, কাজী ওয়াজী উল্লাহ, সোনাগাজী উপজেলা থেকে শহীদুল্লাহ, জিএম নাজমুল হাসান, শাখাওয়াত হোসেন, আবদুল্লাহ আল নোমান, ফুলগাজী উপজেলা থেকে রফিকুল ইসলাম ভূঁঞা, মো. আবু মুছা মজুমদার, দাগনভূঁঞা উপজেলা থেকে আশিস দত্ত, জিয়াউল হক, জাহাঙ্গীর আলম, মাজেদুল ইসলাম, ছাগলনাইয়া উপজেলা থেকে মানিক চন্দ্র শীল, জাকির হোসেন, পরশুরাম উপজেলা থেকে মমতা আফরিন, নাজমুল কবির রাজিব ও জহির উদ্দিন টিপু। অনুষ্ঠান সঞ্চালচনায় কিশোর চক্রবর্তী এবং সভাপতিত্ব করেন মো. শরীয়ত উল্লাহ্। মানববন্ধনে প্রায় উপজেলার বিভিন্ন স্কুলের পাঁচশতাধিক সহকারী শিক্ষক অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের হাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন জেলার শিক্ষক নেতৃবৃন্দ।

    আরও পড়ুন

    ফরহাদনগরে বিএনপির ইফতার মাহফিল
    মেহেদির রঙ শুকানোর আগেই যৌতুকের দাবিতে গৃহবধুকে হত্যা, শ্বশুড় গ্রেফতার
    ফেনীতে সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণেনয়দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু
    হামলার অভিযোগ অস্বীকার করে যুবদল নেতার সংবাদ সম্মেলন
    দাগনভূঞায় শিক্ষক লাঞ্চনাকারীদের বিচারের দাবীতে মানববন্ধন
    কোম্পানীগঞ্জে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুড় গ্রেফতার
    প্রধান শিক্ষকের ওপর হামলার ঘটনায় বরখাস্তকৃত পিয়ন গ্রেপ্তার
    ড. আরেফিন সিদ্দিক আর নেই