নিজস্ব প্রতিবেদক
ফেনী সদর উপজেলার প্রাথমিক স্তরের কিন্ডারগার্টেন মানের বিদ্যালয় সমূহের প্রধান শিক্ষকদের সাথে জেলা প্রাথমিক শিক্ষা বিভাগীয় কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ সেপ্টেম্বর) সকালে ফেনী সিটি গার্লস হাই স্কুল মিলনায়তনে সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আবদুল গনির সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাসির উদ্দিন আহমেদ।
ফেনী কলেজিয়েট স্কুলের শিক্ষক আবদুল বারিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফরিদ উদ্দিন আহাম্মদ, সদর উপজেলা শিক্ষা অফিসার নাজমা বেগম ও ফেনী সিটি গার্লস হাই স্কুলের অধ্যক্ষ এম. মামুনুর রশিদ।
এসময় প্রধান অতিথি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাসির উদ্দিন আহমেদ উপস্থিত কিন্ডারগার্টেন মানের বিদ্যালয় সমূহের প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, স্মরণকালের ভয়াবহ বন্যায় ফেনী জেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যায় সদর উপজেলার সকল কিন্ডারগার্টেনও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি বন্যার ফলে সদর উপজেলার কিন্ডারগার্টেন মানের বিদ্যালয় সমূহের আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে সহায়তার জন্য মাননীয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর আবেদন করার জন্য পরামর্শ দেন।