নিজস্ব প্রতিবেদক
ভিন্ন ধর্মাবলম্বীদের সাথে ফেনী শহর জামায়াত মতবিনিময় সভা করেছেন। শুক্রবার সন্ধ্যায় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে শহর জামায়াতের আমীর মোহাম্মদ ইলিয়াসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য একেএম শামছুদ্দিন।
শহর জামায়াতের সেক্রেটারী ইন্জিনিয়ার নজরুল ইসলামের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সেক্রেটারী আনম আবদুর রহিম, জাতীয় হিন্দু মহাজোট ফেনী জেলা সভাপতি অজিত বরন দাস, সহ-সভাপতি বলরাম দেবনাথ,জোটের সম্পাদক হরে কৃষ্ণ বনিক, জামায়াত নেতা মনির চৌধুরী প্রমূখ।
জেলা আমীর একেএম শামছুদ্দিন বলেন,আগষ্ট বিপ্লবের পর এদেশের ভিন্ন ধর্মাবলম্বীদের প্রতিটি উপাসনালয়,তাদের বাড়ী ঘর,ব্যবসা প্রতিষ্ঠান আগলে রেখেছিল জামায়াত শিবিরের নেতাকর্মীরা।দিনরাত পাহারা দিয়েছে,অভয় দিয়েছে এই দল।কয়েকদিন পরেই স্মরনকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত প্রতিটি মানুষের ঘরেঘরে আমরা ত্রান পৌঁছে দিয়েছি।যত দূর্গম এলাকাই হোক আমাদের কর্মীরা সেখানে পৌচেছে।আমরা কে হিন্দু কে মুসলমান সে বিচার করিনি।বিপন্ন মানুষের পাশে জামায়াত সব সময় ছিল, ভবিষ্যতেও থাকবে। একাত্তরের স্বাধীনতার পর থেকে জামায়াতকে সাম্প্রদায়িক শক্তি হিসেবে চিত্রিত করার জন্য ভারতের উস্কানী এবং অর্থায়নে একটি গোষ্ঠী সব সক্রিয় ছিল। কার্যক্ষেত্রে দেখা গেছে তারাই হিন্দুদের জায়গাজমি জবর দখল করেছে,তারাই বারবার হিন্দুদের মন্দিরে হামলা করেছে, অগ্নিসংযোগ করেছে। তারাই সংখ্যালঘু বলে আপনাদেরকে ছোট করে রেখেছে।তিনি বলেন, এদেশে সংখ্যালঘু বলে কেউ নেই।সবাই এদেশের নাগরিক,সবাই ভাইভাই।আসুন আমরা সবাই মি