নিজস্ব প্রতিবেদক
স্টার লাইন গ্রুপের পরিচালক মাহমুদুল হক চৌধুরী মনিরের ছেলে শাহেদ মাহমুদ চৌধুরী আনান বিমানের সিনিয়র ফার্স্ট অফিসার পদোন্নতি পেয়েছেন। এরআগে তিনি ২০২২ সাল থেকে ইউএস বাংলা এয়ারলাইন্সের ফার্স্ট অফিসার পদে কর্মরত ছিলেন। একই সালে তিনি প্রাইভেট পাইলট লাইসেন্স ও বাণিজ্যিক পাইলট লাইসেন্স অর্জন করেন।
আনান ২০১৫ সালে স্টার লাইন স্প্রাউট ইন্টারন্যাশনাল স্কুল থেকে এসএসসি ও ২০১৭ সালে বীর শ্রেষ্ঠ নুর মোহাম্মদ পাবলিক কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। পরে ২০১৮ সালে আরিরং ফ্লাইং স্কুলে ভর্তি হয়ে কৃতিত্বের সাক্ষর রাখেন ফেনীর এ কৃতি সন্তান।
শাহেদ মাহমুদ চৌধুরী আনানের জীবনের সকল ক্ষেত্রে সাফল্যের জন্য দোয়া চেয়েছেন তার বাবা মাহমুদুল হক চৌধুরী মনির।




