৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম
সিলোনিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ৩, আহত ১০ ভ্রাম্যমাণ আদালতে ২ ব্যবসায়ীসহ ৪ জনের জরিমানা শিক্ষার্থীদের ভীতি দূর করতে গণিত ফেস্টিভ্যাল অত্যন্ত গুরুত্বপূর্ণ- গোলাম মো. বাতেন দাগনভূঞায় পৌর স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত কক্সবাজারে বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন মোটবীতে তারেক রহমানের পক্ষে আর্থিক সহায়তা বিতরণ সোনাগাজীর পরিত্যক্ত একটি ঘর থেকে অস্ত্র ও মোটরসাইকেল উদ্ধার দলীয় কর্মীর চেহারা যারা বিকৃত করে দেয়, ক্ষমতায় গেলে তারা দেশের চেহারা বিকৃত করে ফেলবে বইনামা লেখক পুরস্কারের জন্য পাণ্ডুলিপি আহ্বান পরশুরাম উপজেলা যুবলীগ সভাপতি ঢাকায় গ্রেপ্তার 
  • প্রচ্ছদ
  • টপ নিউজ >> দাগনভূঞা >> দেশজুড়ে
  • দাগনভূঞায় মাদরাসা অধ্যক্ষের নানা দুর্নীতি ও অনিয়ম
  • ॥ বিচারের দাবিতে সংবাদ সম্মেলন ॥

    দাগনভূঞায় মাদরাসা অধ্যক্ষের নানা দুর্নীতি ও অনিয়ম

    দৈনিক আমার ফেনী

    দাগনভূঞা প্রতিনিধি

    ফেনীর দাগনভূঞার সিন্দুরপুর ইউনিয়নের দরবেশের হাট ফাজিল ডিগ্রী মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবুল কালামের বিরুদ্ধে শিক্ষাপ্রতিষ্ঠানের কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে তিনি ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম-দুর্নীতি, স্বজনপ্রীতি-স্বেচ্ছাচারিতার মাধ্যমে এসব অর্থ হাতিয়ে নিয়েছেন।

    বিচার চেয়ে প্রতিষ্ঠানটির শিক্ষক-কর্মচারীরা মাদরাসার অডিটরিয়ামে বুধবার সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সহকারী অধ্যক্ষ মো. জয়নুল আবেদীন, সহকারি শিক্ষক মো. এমদাদ উল্ল্যাহ, সহকারী শিক্ষক জহিরুল হায়দার। তারা বলেন সিন্দুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাস্টার শফিকুর রহমান অত্র প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করছেন। তার হাত ধরে অধ্যক্ষ আবুল কালাম মাদরাসায় অনিয়ম ও দুর্নীতির আখড়া তৈরি করেন। প্রতিষ্ঠানকে তার নিজস্ব কার্যালয়ে পরিণত করেন। এরপর গত ৫ ই আগস্ট ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হাসিনা সরকারের পরাজয় হলে ৬ ই আগষ্ট মাদরাসায় ছাত্র ছাত্রী ও এলাকাবাসীর বিক্ষোভের মধ্যে অত্র মাসরাসার অধ্যক্ষ আবুল কালাম পদত্যাগ করতে বাধ্য হন।

    মাদরাসার শিক্ষকরা বলেন, অধ্যক্ষ আবুল কালাম চলতি বছরের শিক্ষক-কর্মচারীদের বেতন বোনাস ও টিএফসহ মোট ১২ লাখ টাকা বকেয়া রাখেন। তার এই সব অনিয়ম ও দুনীতির তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটি গত ১২ সেপ্টেম্বর তাদের রিপোর্ট পেশ করেন। রিপোর্টে অধ্যক্ষের বিরুদ্ধে সুনিদিষ্ট ১৫ টি অনিয়ম ও দুর্নীতির তথ্য পেয়েছে।

    তদন্ত কমিটির এমদাদ উল্ল্যাহ বলেন, অধ্যক্ষ গত ৬ আগষ্ট সরকার পতনের পর মাদরাসার ছাত্র ছাত্রী ও এলাকাবাসীর বিক্ষোভের মধ্যে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ পত্র জমা দিয়ে কোন হিসাব নিকাশ না দিয়ে মাদরাসা থেকে পলায়ন করেছেন। তিনি আরও বলেন, তার সময় তিন জন শিক্ষক ও চারজন কর্মচারী নিয়োগ তিনি টাকার বিনিময়ে দেন। তদন্ত প্রতিবেদনে গত দুই অর্থ বছরে ১৬ লাখ টাকার অনিয়ম ও ৪০ লাখ টাকার ভুয়া ভাউচার সন্ধান পাওয়া গেছে।

    তদন্ত কমিটির সদস্য নুর আহমদ বলেন, অধ্যক্ষের পাশের একটি গোপন কক্ষের সন্ধান পাওয়া যায়। সখানে তিনি অফিস সময় বিশ্রাম নিতেন। তিনি মাদরাসায় আসতেন মাইক্রো নিয়ে। আসার সময় তার বাগান বাড়ির নিজস্ব মাদরাসা থেকে তিন চারজন ছেলে নিয়ে আসতেন। ওই গোপন কক্ষে ছেলেদেরকে দিয়ে শরীর ম্যাসেজ করাতেন। তার উপরের মহলে হাত থাকার কারনে ও মাদরাসার সভাপতি তার অনুকূলে থাকার কারনে তার উপর কেউ কথা বলতে পারতো না। তিনি পলাতক হওয়ার আগে বেতন ভাতার নামে ৮ লাখ টাকা প্রতিষ্ঠানের ব্যাংক একাউন্ট থেকে উত্তোলন করে আত্মসাৎ করেন। সংবাদ সম্মেলনে এ রকম ১৫টি সুনির্দিষ্ট অভিযোগে কয়েক কোটি টাকা আত্মসাৎ ও দুর্ব্যবহারের অভিযোগ আনা হয়েছে।

    এ বিষয়ে দরবেশের হাট ফাজিল ডিগ্রি মাদরাসার অধ্যক্ষ আবুল কালাম তার বিরুদ্ধে আনিত অভিযোগগুলো মিথ্যে বলে জানান। তিনি বলেন, আমার থেকে জোর করে পদত্যাগ পত্রে স্বাক্ষর নেয়া হয়েছে।

    আরও পড়ুন

    সিলোনিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ৩, আহত ১০
    ভ্রাম্যমাণ আদালতে ২ ব্যবসায়ীসহ ৪ জনের জরিমানা
    শিক্ষার্থীদের ভীতি দূর করতে গণিত ফেস্টিভ্যাল অত্যন্ত গুরুত্বপূর্ণ- গোলাম মো. বাতেন
    দাগনভূঞায় পৌর স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত
    কক্সবাজারে বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন
    মোটবীতে তারেক রহমানের পক্ষে আর্থিক সহায়তা বিতরণ
    সোনাগাজীর পরিত্যক্ত একটি ঘর থেকে অস্ত্র ও মোটরসাইকেল উদ্ধার
    দলীয় কর্মীর চেহারা যারা বিকৃত করে দেয়, ক্ষমতায় গেলে তারা দেশের চেহারা বিকৃত করে ফেলবে