১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • টপ নিউজ >> দেশজুড়ে >> ফেনী
  • টেকসই বাঁধ নির্মাণসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন
  • টেকসই বাঁধ নির্মাণসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন

    দৈনিক আমার ফেনী

    নিজস্ব প্রতিবেদক

    টেকসই বাঁধ নির্মাণ, নদী খনন ও বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবিতে ফেনীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে শহরের শহীদ মিনার চত্বরে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা এবি পার্টির যুগ্ম আহবায়ক মাস্টার আহসান উল্লাহ। প্রধান অতিথি ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় নেতা প্রকৌশলী শাহ আলম বাদল।

    মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, ভারতের পানিসন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার হতে, আন্তর্জাতিক নদী শাসন নীতি, ও পানি বন্টন আইনের আওতায় আন্তর্জাতিক আদালতে ভারতের বিরুদ্ধে অভিযোগ দাখিলের জন্য সরকার ও জনগণের প্রতি আহবান জানান। এসময় বক্তারা পানি সন্ত্রাসী ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করে ক্ষতিপূরণ আদায় করার দাবি, ফেনী নদীসহ বিভিন্ন নদীতে ভারতের বাঁধ, ড্যাম তৈরি, পাম্প বসিয়ে একতরফা পানি উত্তোলনের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার দাবি, আন্তর্জাতিক পানিবন্টন আইন অনুযায়ী আন্তসীমানার নদীগুলোতে পানির ন্যায্য হিস্যা দাবি, ছোট ফেনী নদী ও মুহুরী নদীসহ সকল নদী খনন করে নাব্যতা ফিরিয়ে আনার দাবি, মুছাপুর ক্লোজার পুনঃ নির্মাণের দাবি, নদী-নালা, খাল-বিল অবৈধ দখল মুক্ত করার দাবি, নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ করার দাবি, স্মরণকালের ভয়াবহ বন্যায় ফেনীর ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট দ্রুত মেরামত করার দাবি ও বন্যায় ক্ষতিগ্রস্ত সকল পরিবারের তালিকা করে আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে পুনর্বাসন নিশ্চিত করার দাবিসহ মোট ৮ টি দাবি বাস্তবায়নের জোর দাবি জানান।

    জেলা এবি পার্টির যুগ্ম আহবায়ক অধ্যাপক ফজলুল হকের সঞ্চালনায় আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা এবি পার্টির নেতা আফলাতুন বাকী, নজরুল ইসলাম কামরুল, হাবিব মিয়াজী, সাহাদাত সাজু, সদর উপজেলা এবি পার্টির
    নেতা আবু সাঈদ, পৌর এবি পার্টির নেতা আবুল কালাম আজাদ সেলিম, অধ্যাপক রেজওয়ানুল খায়ের, আনোয়ারুল হক স্বপন, সোনাগাজী উপজেলা এবি পার্টির নেতা অধ্যাপক রহমত উল্লাহ, ওয়াসিউর রহমান খসরু, ছাগলনাইয়া উপজেলা এবি পার্টির নেতা জহিরুল আলম মজুমদার, জিয়াউল করিম তালুকদার, জেলা এবি পার্টির নারী নেত্রী জাহানারা আক্তার মনি, রোকসানা আক্তার সানু, জেলা যুব পার্টির নেতা সফিউল্লাহ পারভেজ ও ইব্রাহীম সোহাগ।

    আরও পড়ুন

    জনসভাকে কেন্দ্র করে জেলা বিএনপির প্রস্তুতি সভা
    ফাজিলপুরে যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    চাঁদাবাজির অভিযোগে জামায়াতের জাকির বহিষ্কার
    ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে ৬০ লাখ টাকা চাঁদাবাজি
    ক্রীড়া সংস্থার কমিটি বাতিলের দাবিতে লিফলেট বিতরণ
    স্কাউটস’র সহ-সভাপতি সাংবাদিক রহীম
    হাইওয়ে পুলিশ ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন
    রোগীদের অযথা হয়রানি বন্ধে যত্নবান হউন -জেলা প্রশাসক