১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • টপ নিউজ >> দেশজুড়ে >> ফেনী
  • সাত অপহরণকারীকে আটক ॥ অপহৃত উদ্ধার
  • সাত অপহরণকারীকে আটক ॥ অপহৃত উদ্ধার

    দৈনিক আমার ফেনী

    নিজস্ব প্রতিবেদক

    ফেনীতে ৭ অপহরণকারীকে আটক করেছে র‌্যাব। এসময় অপহৃত হওয়া ফেনী সদর উপজেলার মাথিয়ারা গ্রামের রফিকুল ইসলামকে (২৮) উদ্ধার করা হয়।

    জানাগেছে, বুধবার রাত ১০ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কস্থ শহরের মহিপালের হাজী নজির আহম্মদ সিএনজি ফিলিং স্টেশনের দায়িত্ব পালনরত অবস্থায় অপহরণকারী জাহিদুল ইসলামের নেতৃত্বে ৭ জনের একটি দল রফিকুল ইসলামকে জোর করে সিএনজিতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

    রফিক সিএনজি স্টেশনের মালিককে মোবাইল ফোনে ঘটনাটি জানালে তিনি ম্যানেজারের মাধ্যমে ভিকটিমের ভাইকে অবহিত করেন। পরবর্তীতে ভিকটিমের ভাই তাজুল ইসলাম ভিকটিম রফিকুল ইসলামের মোবাইল ফোনে যোগাযোগ করে অপহরণকারী মো. জাহিদুল ইসলামের সাথে কথা বলে। এসময় জাহিদুল তাকে একটি বিকাশ নম্বরে মুক্তিপণের জন্য ৪০ হাজার টাকা দ্রুত পাঠাতে বলে। অপহরণকারীরা মুক্তিপণ না দিলে রফিককে হত্যা করার হুমকি দেয়।

    রাত গভীর হওয়ায় বিকাশের দোকান বন্ধ থাকায় মুক্তিপণের টাকা পাঠানো সম্ভব হচ্ছে না জানালে অপহরণকারী তাকে মহিপালের পাশে একটি বাড়িতে মুক্তিপণের টাকা পৌঁছে দিতে বলে।

    পরবর্তীতে জাহিদ ঘটনাটি ফেনীস্থ র‌্যাব-৭ কে অবহিত করলে র‌্যাব অভিযান চালিয়ে ভিকটিমকে জীবিত উদ্ধার করে। এসময় অপহরণের মূল হোতা শহরের মাস্টার পাড়া এলাকার আবু তৈয়বের ছেলে মো. জাহিদুল ইসলাম (২৭), ১৪ গ্রাম উপজেলার জালাল উদ্দিনের ছেলে মো. শরফুদ্দীন (২৭), মো. লোকমানের ছেলে মো. মনিরুজ্জামান মিলন (৩৫), মুরাদনগর থানার আবদুর রহিমের ছেলে মো. ফয়সাল (২৫), ছাগলনাইয়া উপজেলার মো. আলমের ছেলে মো. সোহাগ (১৯), রায়পুর উপজেলার তসলিম উদ্দিনের ছেলে মো. সোলেমান হোসেন তামিম (২৫), চরব্বার উপজেলার গিয়াস উদ্দিনের ছেলে মো. মিরাজকে (২৯) গ্রেফতার করে।

    গ্রেফতারকৃতদের দেহ তল্লাশি করে তাদের নিকট থেকে ৫টি বিভিন্ন সাইজের চাকু উদ্ধার করা হয়। এসময় অপহরণের কাজে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পরস্পর যোগসাজশে ৪০ হাজার টাকার জন্য ভিকটিম রফিকুল ইসলামকে অপহরণ করে মর্মে স্বীকার করে।

    উক্ত ঘটনায় রফিকুল ইসলামের ভাই তাজুল ইসলাম বাদী হয়ে ফেনী ফেনী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত অপহরনকারীদের ফেনী মডে থানায় হস্তান্তর করা হয়েছে।

    আরও পড়ুন

    জাফর উল্লাহ সিদ্দিকির পরিবারকে পুনরায় হুমকি
    নিজ গ্রামে সংবর্ধনা পেলেন ক্রিকেটার আল ফাহাদ
    ফেনীতে মাদ্রাসা শিক্ষার্থীর আকস্মিক মৃত্যু
    পরশুরামে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
    ইট ভাটা ও ব্রিক ফিল্ডে উচ্ছেদ অভিযান
    পরশুরামে মুহুরী নদীর বেড়িবাঁধ এলাকার মাটি সাবাড়
    ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০ বছর ধরে বিকল এক্স-রে মেশিন
    বিএনপির কমিটি ঘিরে মিশ্র প্রতিক্রিয়া