নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক হলেন ফেনীর কৃতি সন্তান মুহাম্মদ আব্দুল্লাহ। বুধবার (১৮ সেপ্টেম্বর) এসংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব এ.টি.এম শরিফুল আলম স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আইন ২০১৪-এর ধারা ১০(২) অনুযায়ী মুহাম্মদ আব্দুল্লাহকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ প্রদান করা হলো। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি পদে মুহাম্মদ আব্দুল্লাহ সদ্য সাবেক এমডি সুভাষ চন্দ বাদলের স্থলাভিষিক্ত হচ্ছেন। এম আবদুল্লাহ সাংবাদিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের (একাংশ) সভাপতির দায়িত্বে রয়েছেন। এছাড়াও তিনি দৈনিক আমার দেশ পত্রিকার নগর সম্পাদকের দায়িত্ব পালনসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। খোঁজ নিয়ে জানা যায়, মুহাম্মদ আব্দুল্লাহ ১৯৬৮ সালের ২ মার্চ সোনাগাজী উপজেলার আহমদপুর গ্রামে জন্মগ্রহণ করেন। পারিবারিক জীবনে তিনি দুই পুত্র ও দুই কন্যা সন্তানের জনক।
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক নির্বাচিত হওয়ায় মুহাম্মদ আব্দুল্লাহকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন দৈনিক আমার ফেনীর সম্পাদক ও প্রকাশক জমির বেগ। এসময় জমির বেগ বলেন, আমি আশা করি ফেনীর কৃতি সন্তান ও বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নবনির্বাচিত ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ আগামী দিনে সাংবাদিকদের কল্যাণে কাজ করবেন।