নিজস্ব প্রতিবেদক
যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ফেনী আলিয়া কামিল মাদ্রাসায় পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপিত হয়েছে।
সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ আনোয়ার হোসেন। সিনিয়র শিক্ষক মো. ফরিদ উদ্দিনের পরিচালনায় দোয়া ও মিলাদ মাহফিলে বক্তব্য রাখেন, ফেনী আলিয়া কামিল মাদ্রাসার শিক্ষক
মাওলানা মো.ছালেহ আহমদ, মাছুমা খাতুন, হুসাইন আহমেদ ও আব্দুল আলীম।
এসময় হযরত মোহাম্মদ (সা.) এর জীবনী ও কর্মের উপর আলোচনা করেন বক্তারা। এছাড়াও বক্তরা ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব ভাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদার বিষয়ের উপর আলোচনা করেন।
আলোচনা সভা শেষে দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন মাওলানা মো.ছালেহ আহমদ।