নিজস্ব প্রতিবেদক
ফেনী জেলা শিক্ষক সমিতির সভাপতি ফকির আহাম্মদ ফয়েজকে ধাওয়া করেছে ছাত্র-শিক্ষক। শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে শহরের বাঁশপাড়া কোয়ার্টারস্থ জেলা শিক্ষক সমিতি অফিসে তিনি ধাওয়ার শিকার হন। জেলা শিক্ষক সমিতির বর্ধিত সভায় চলাকালে ঘটনাস্থলে ফকির আহাম্মদ ফয়েজ তার সহকর্মীদের তোপের মুখে পড়েন।
তিনি জেলা স্কাউটস কমিশনার ও পাঁচগাছিয়া এ.জেড.খাঁন স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
খোঁজ নিয়ে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা জেলা শিক্ষক সমিতির বর্ধিত সভা শেষে ফকির আহাম্মদ ফয়েজকে আওয়ামী লীগের দালাল বলে ধাওয়া করে ও জেলা শিক্ষক সমিতি অফিসে তালা ঝুলিয়ে দেয়। ছাত্ররা জানান, গণতান্ত্রিকভাবে নির্বাচিত জেলা শিক্ষক সমিতির নেতৃবৃন্দের হাতে জেলা প্রশাসক সমিতি অফিসের চাবি বুঝিয়ে দিবেন। তার আগে সমিতির অফিসের তালা না খোলার জন্য তারা শিক্ষকদের আহবান জানান।
এদিকে হত ১৩ আগস্ট স্কাউটস নেকৃবৃন্দ ফয়েজের বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবার স্কাউটস নেতৃবৃন্দ অভিযোগ দাখিল করেন। তারা জেলা স্কাউটসের ত্রি-বার্ষিক কাউন্সিল বাতিলের আবেদন জানান। আবেদনে স্বাক্ষর করেন একেএম ফরিদ আহম্মদ ও দুইজন সহসভাপতি আলাউদ্দিন ও মো. গোলাম আফছার।
ফয়েজের বিরুদ্ধে ৫ আগস্টের পর ট্রাফিক কার্যক্রম পরিচালনাকালীন সাধারণ মানুষ স্বেচ্ছাসেবকদের যে ছাতা ও রেইনকোট দিয়েছেন তা আত্নসাতের অভিযোগও পাওয়াগেছে। কর্তব্য পালনকালে ছাত্ররা পানি চাইলে তাদের পানিও দেওয়া হয়নি এমনকি এক মহিলা তাদের খাওয়ার জন্য টাকা দিলে তাদের না খাইয়ে টাকাগুলো নিজে নিয়ে যান বলে অভিযোগ রয়েছে। অভিযোগকারীরা হলেন, স্কাউট তানভির হোসাইন অয়ন, মোহাম্মদ নাজিবুল হক, স্বর্না সরকার।
এব্যাপারে জানতে চাইলে জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার বলেন, অভিযোগের বিষয় আমার এই মুহুর্তে মনে নেই। খোঁজ নিয়ে দেখবো। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। কোন রকম অন্যায়কে ছাড় দেয়ক হবে না।