১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • টপ নিউজ >> দেশজুড়ে >> ফেনী
  • স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
  • স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    দৈনিক আমার ফেনী

    নিজস্ব প্রতিবেদক
    বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার মৃত্যু এবং সভাপতি এসএম জিলানী ও তার সহধর্মিনীর উপর হামলা ও হত্যার প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জেলা শাখার উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।বিক্ষোভ মিছিলটি শহরের মিজান রোডের পশ্চিম মাথা থেকে শুরু করে ট্রাংক রোড হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবারও মিজান রোডে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।মিছিলে অগ্রভাগে জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি সাঈদুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক এস এম কায়সার এলিন এর নেতৃত্বে অন্যান্যের মধ্যে সিনিয়র যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন দোলন, সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ সবুজ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মজিবুর রহমান মজিব, সদস্য সচিব ইকবাল হোসেন, সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জোবায়ের হোসেন, সদস্য সচিব বেলাল হোসেন, সোনাগাজী উপজেলা আহ্বায়ক মারুফ হোসেন, সদস্য সচিব মো. সবুজ, ফুলগাজী উপজেলা আহ্বায়ক গোলাম রসুল, সদস্য সচিব আবুল কালাম, দাগনভূঞা উপজেলা আহ্বায়ক মামুন হোসেন, পরশুরাম উপজেলাসদস্য সচিব তারেক হোসেন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি ফখরুদ্দিন সেন্টু, তৌহিদুল ইসলাম আকাশসহ অন্যান্যরা।  মিছিলে ফেনী বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা অংশ নেন।বিক্ষোভ সমাবেশে নেতারা, গোপালগঞ্জে এস এম জিলানীর গাড়িবহরে আওয়ামী সন্ত্রাসীরা বর্বরোচিত হামলা চালিয়ে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. শওকত আলী দিদারকে খুন ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীসহ অনেক নেতাকর্মীকে গুরুতর আহত করার ঘটনার প্রতিবাদ জানান ও শাস্তির দাবি জানান।

    আরও পড়ুন

    চলে গেলেন সাংবাদিক এরশাদ মজুমদার
    নগদ প্রণোদনা চেয়ে বিসিক মালিক সমিতির সংবাদ সম্মেলন
    জাতীয়তাবাদী ওলামাদলের মতবিনিময় সভা
    আজকের তরুণরাই হচ্ছে আগামী দিনের স্টার- জেলা প্রশাসক
    মাতুভূঞায় জামায়াতের কর্মী সম্মেলন
    ফেনীতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
    ইসলামী আন্দোলনের আমীর গণ বিপ্লবের মহানায়ক ছিলেন: মাও. জাফরী
    কোম্পানীগঞ্জে চাঁদা না পেয়ে ছুরিকাঘাত, আহত-৪