নিজস্ব প্রতিবেদক
ফেনীতে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এএফ হাসান আরিফ বলেছেন, সারা দেশ থেকে যুব সমাজকে আমরা এখানে পাচ্ছি। তারা ফেনীতে এসে গ্রামে গঞ্জে ছিটিয়ে পড়েছে। প্রশাসনের সাথে সমন্বয় করে তারা ট্রাকে ভরে নৌকা এনে দুর্গম এলাকায় গিয়ে প্রথমে উদ্ধার কার্যক্রম ও পরে ত্রাণ বিতরণ করছে।
শনিবার বন্যা দুর্গত এলাকা পরিদর্শন শেষে ফেনীর সার্কিট হাউজে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
এসময় স্থানীয় সরকার উপদেষ্টা সারা দেশের সাথে ফেনীর সাপ্লাই চেইন ঠিক রাখতে বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা গুলো দ্রুত সংস্কার করার আশ্বাস দেন।
বক্তব্যকালে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. আমিনুর রহমান, স্থানীয় সরকার বিভাগের প্রধান প্রকৌশলী মো. আক্তার হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের প্রধান প্রকৌশলী তুষার মোহন সাধু খান, ইউনিসেফের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর এমা ব্রিগাম, ফেনী জেলা প্রশাসক মোছা. শাহিনা আক্তার, স্থানীয় সরকার বিভাগের ফেনীর নির্বাহী প্রকৌশলী মো. ফারুক আহমেদ, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের ফেনীর প্রকৌশলী মো. শফিউল হক প্রমুখ।