নিজস্ব প্রতিবেদক
দাফনের জন্য জায়গা না পেয়ে বানের জলে ভাসিয়ে দেয়া হয়েছে প্রতিবন্দি শিফুকে (৪২)। শিফু বন্যার পানিতে পড়ে বৃহস্পতিবার সন্যায় মৃত্যু বরণ করে। তিনি ফেনী সদর উপজেলার উত্র ধলিয়া গ্রামের লতিফ হাজী বাড়ির মৃত নুরুল আমিনের মেয়ে। নুরুল আমিন ফকির হাট উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ছিলেন। শিফুর ভগ্নিপতি শাহেদুল হক জুয়েল জানান, প্রশাসনের সকল কর্মকর্থাকে বারবার অনুরোধ করা হয়েছিলো শিফুর দাফনের ব্যবস্থা করে দিতে। বন্যায় শিফুর পৈর্তৃক গোরস্থান ও এলাকার প্রতিটি জায়গা তলিয়ে যাওয়ায় তাকে দাফন করা যাচ্ছিলো না। অনেক আকুতি- মিনুতি, অনুরোধ শেষেও প্রশাসনের পক্ষ থেকে পাওয়া যায়নি কোন ধরণের সহযোগীতা। পরে বাধ্য হয়ে শুক্রবার সন্ধ্যায় তাকে বানের পানিতে ভাসিয়ে দেয়া হয়েছে।