নিজস্ব প্রতিবেদক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ফেনীর শহীদদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবদুল লতিফ জনি। শনিবার (১৭ আগস্ট) সকাল থেকে জেলা বিএনপি নেতৃবৃন্দদের নিয়ে তিনি বিভিন্ন উপজেলায় গিয়ে নিহতদের কবর জিয়ারত করেন ও পরিবারের সদস্যদের তার ব্যক্তিগত তহবিল থেকে অনুদান প্রদান করেন।
সকাল ১১ টায় তিনি নিহত দাগনভূঞা উত্তর জয়লস্কর ইউনিয়নের মো. শাহজানের ছেলে নিহত সারোয়ার জাহান মাসুদের কবর জিয়ারত করে পরিবারের সাথে দেখা করেন। এরপর পাঁচগাছিয়া ইউনিয়নের সিরাজুল ইসলামের ছেলে শহীদ ওয়াকিল আহমেদ শিহাব, সোনাগাজী চর মজলিশপুরের মান্দারি গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে নিহত মো. সাকিলের কবর জিয়ারত শেষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে নিহতের পরিবারের খোঁজ খবর নেন ও অনুদান প্রদান করেন।
এ সময় আবদুল লতিফ জনির সাথে ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, যুগ্ম আহবায়ক এয়াকুব নবী, গাজী হাবিবুল্লাহ মানিক, আনোয়ার হোসেন পাটোয়ারীসহ জেলা ও উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।