নিজস্ব প্রতিবেদক
ছাত্র-জনতার আন্দোলনের মুখে (৫ আগস্ট) সরকার পতনের সাত দিন পর পুনরায় মহিপাল হাইওয়ে থানায় ফিরলো পুলিশ সদস্যরা। এসময় ছাত্র-জনতা ও রাজনীতিবিদরা ফুল দিয়ে বরণ করে নেন পুলিশ সদস্যদের। গতকাল মঙ্গলবার (১৩ আগস্ট) বেলা ৩ টার দিকে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দেবীপুর অংশে অবস্থিত মহিপাল হাইওয়ে থানার সামনে
ছাত্র-জনতা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ করতে জড়ো হয়। মহিপাল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (ওসি) মো. মোস্তফা কামালের নেতৃত্বে ২০-২৫ জন পুলিশ সদস্য পুনরায় কাজে যোগদান করেন। এসময় শর্শদি ইউনিয়ন বিএনপির সভাপতি এডভোকেট নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক তারেক ইকবাল মনি, শর্শদি ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ ইলিয়াস, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ, জেলা স্বেচ্ছাসেবক দলের গণশিক্ষা বিষয়ক সম্পাদক মো.সাইফুর রহমান স্বপন ও জেলা ছাত্রদলের সহ-সভাপতি ইমরান খান ফরায়েজী মান্নাসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মহিপাল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (ওসি) মো.মোস্তফা কামাল দৈনিক আমার ফেনীকে বলেন, বাংলাদেশ পুলিশের কিছু বিপথগামী সদস্যদের কারণে আমাদেরকে চরম বিপর্যের সম্মুখীন হতে হয়েছে। আগামীতে আমরা এই ধরনের কর্মকান্ড থেকে অংশগ্রহণ করা থেকে নিজেদেরকে বিরত রাখবো। এসময় তিনি মহাসড়কে সাধারণ জনগণের জানমালের নিরাপত্তা দিতে সবার সহযোগিতা কামনা করেন। এছাড়াও তিনি বিগত দিনে পুলিশ সদস্যদের কর্মকান্ডের জন্য উপস্থিত
সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন।
প্রসঙ্গত, গত ৫ আগস্ট ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের মুখে পতন হয় আওয়ামী লীগ সরকারের। সরকার পতনের পর জেলার তিনটি থানায় অগ্নিসংযোগসহ লুটপাট চালায় দুষ্কৃতিকারীরা। এসময় মহিপাল হাইওয়ে থানাতে কোনো ধরনের হামলা হয়নি।