পরশুরাম প্রতিনিধি
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ফেনীর প্রথম শহীদ পরশুরামের ইকরাম হোসাইন কাউছারের পিতাকে এক লাখ টাকা অনুদান দিলেন ফেনী জেলা জামায়াত ইসলাম।
মঙ্গলবার ফেনী জেলা জামায়াতে ইসলামীর আমীর ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য এ কে এম শামসুদ্দিন তার পিতা মাওলানা মোহাম্মদ আনোয়ারের হাতে টাকা তুলে দেন। তার আগে তিনি কাওছারের কবর যিয়ারত করেন। এসমঢ তিনি শহীদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং ধৈর্য্য ধারন করার আহ্বান জানান। তিনি আল্লাহর দরবারে শহীদের রুহের মাগফিরাত কামনা করেন।
এই সময় আরো উপস্থিত ছিলেন ফেনী জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আবু ইউসুফ,সেক্রেটারী মাওলানা আবদুল হান্নান, জেলা সহকারী সেক্রেটারী মাওলানা আবদুর রহিম,উপজেলা আমীর মাওলানা আব্দুল হালিম সহ উপজেলা জামায়াত ও শিবিরের নেতৃবৃন্দ।
প্রসঙ্গত ; নজরুল কলেজের ছাত্র কাওছার ১৯ জুলাই গুলিতে নিহত হন। তাঁরা দুই ভাই ও এক বোনের তিনি ছিলেন দ্বিতীয়।