ফুলগাজী প্রতিনিধি
ফেনীর পরশুরাম উপজেলার, চিথলিয়া ইউনিয়নের পশ্চিম অলকা গ্রামের প্রায় ২শতাধিক পরিবার পানি বন্ধি থেকে মুক্তি পেয়েছে। পশ্চিম অলকা ৮নম্বর ওয়ার্ডে এক ব্যক্তি রাস্তার পাশে বাড়ি নির্মাণ করে। এতে পানি নিষ্কাশনের রাস্তা বন্ধ হয়ে যায়। যার কারণে বৃষ্টির পানি কোথাও যেতে না পেরে মানুষের বাড়ি ঘরে উঠে যায়।
স্থানীয়রা ফুলগাজীতে সেনাবাহিনীর কমান্ডারের কাছে অভিযোগ দায়ের করেন। রবিবার ফুলগাজীতে দ্বায়িত্ব প্রাপ্ত সেনাবাহিনীর কমান্ডার উপস্থিত হয়ে, পানি নিষ্কাশনের ব্যবস্থা করলে ২শত পরিবার পানিবন্ধি থেকে মুক্ত হয়। এসময় পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও এবং পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।