শহর প্রতিনিধি
গুমের শিকার হওয়া ব্যক্তিদের স্বজনদের কাছে ফিরিয়ে দেয়ার দাবিতে ফেনীতে মানববন্ধন করেছে মানবাধিকার সংগঠন অধিকার। মানববন্ধন থেকে ফেনীতে গুমের শিকার যুবক মাহবুবুর রহমান রিপনকে তাঁর মায়ের বুকে ফিরিয়ে দেয়ার দাবি করেন স্বজনরা।
রোববার দুপুরে ফেনী শহরের জিরো পয়েন্ট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনের সড়কে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন গুমের স্বীকার হওয়া যুবদল নেতা মাবুবুর রহমান রিপনের মা রৌশন আরা।
ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি রবিউল হক রবির সভাপতিত্বে ও অধিকার ফেনী’র ফোকাল পার্সন সাংবাদিক নাজমুল হক শামীমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফেনী রিপোর্টাস ইউনিটির সভাপতি শুকদেব নাথ তপন, সুজন-সুশাসনের জন্য নাগরীক ফেনী জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, দৈনিক কালের কন্ঠ’র জেলা প্রতিনিধি আসাদুজ্জামান দারা, ইয়ুথ জার্নালিস্ট ফোরাম বাংলাদেশ (ওয়াইজেএফবি) ফেনী জেলা সভাপতি শাহজালাল ভূইয়া, ফেনী রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক আলী হায়দার মানিক, সাপ্তাহিক স্বদেশ কন্ঠের সম্পাদক এনএন জীবন, দৈনিক স্টার লাইন সহযোগী সম্পাদক জসিম মাহমুদ, দৈনিক মানবকন্ঠের জেলা প্রতিনিধি শেখ ফরিদ আক্তার, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন খোন্দকার, ফেনী থিয়েটার’র সাবেক প্রধান সমন্বয়কারী কাজী ইকবাল আহমেদ পরান, অধিকার সদস্য তন্বী সোম ও গুম হওয়া যুবদ নেতা মাহবুবুল হক রিপনের বড় ভাই শিপু।
মানববন্ধনে গুম হওয়া যুবদল নেতা মাবুবুর রহমান রিপনের মা রৌশন আরা পরিবারের কাছে তার ছেলেকে ফিরিয়ে দেয়ার দাবি জানিয়ে বলেন, ‘১০ বছর আগে ২০১৪ সালে আমার ছেলে যুবদল নেতা মাহবুবুর রহমান রিপনকে আইনশৃঙ্খরা বাহিনীর পরিচয়ে (র্যাব) ঘর থেকে তুলে নেওয়া হয়। থানায় মামলা করতে চাইলেও মামলা নেয়নি। আজও হসিদ পায়নি ছেলের। গুমের শিকার হওয়া ছেলের বিচারের দাবিতে দ্বারে দ্বারে ঘুরে ১০ বছরও মেলেনি বিচার।’
তিনি বলেন, ডিজিএফআই’র আয়না ঘর থেকে একে একে অনেকে মুক্তি পাচ্ছে। যদি আমার ছেলে সেখানে থাকে তাকে ফেরত দিন। রিপনের মতো আর কোন ব্যাক্তি যেন গুমের শিকার না হয় সেজন্য রাষ্ট্রকে জোরালো ভূমিকা রাখার দাবিও করেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ফেনী প্রেস ক্লাবের সভাপতি এ কে এম আবদুর রহিম, ফেনী রিপোর্টাস ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক মিলন, সাপ্তাহিক ফেনী সমাচার সম্পাদক মুহিবুবুলা ফরহাদ, সাপ্তাহিক হর্কাস সম্পাদক তারেক মজুসদার, আনন্দ টিভির জেলা প্রতিনিধি জাফর উল্যাহ, ফেনীর গৌরব’র নির্বাহী সম্পাদক মিজানুর রহমান, দৈনিক ভোরের ডাক’র ফেনী প্রতিনিধি মোল্লা ইলিয়াস, সাপ্তাহিক ফেনীর প্রত্যয়’র ভারপ্রাপ্ত সম্পাদক সিদ্দিক আল মামুন, সাংবাদিক নিজাম উদ্দিন, দৈনিক স্টার লাইন’র স্টার রিপোর্টার ফয়সাল, সবুজ বাংলার নির্বাহী পরিচালক জয়নাল আবেদীন রাসেল, শিক্ষক এম ডি মোশারফ, মানবাধিকার সংগঠক আবদুস সালাম ফরায়জী, জাফর আহমেদ ভূইয়া, ইউসুফ আহমেদ নিশাদ, আমিনুল ইসলাম শাহীন, মো. শহিদুল ইসলাম মিশু, শেখ আশিকুন্নবী সজিব, গেরিলা মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী নসু, সাংস্কৃতিক সংগঠক কিষান মোশারফ, দৈনিক ইত্তেফাক ডিজিটাল’র ফেনী প্রতিনিধি এম এ আকাশসহ সাংবাদিক, শিক্ষক ও মানবাধিকার কর্মীরা উপস্থিত ছিলেন।