শহর প্রতিনিধি
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে গায়েবানা জানাজা পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশ ফেনী জেলা শাখার নেতৃবৃন্দ। মঙ্গলবার (০৬ আগস্ট) বাদ জোহর ফেনী প্রেসক্লাবের সামনে গায়েবানা
জানাযা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ফেনী পৌর শাখার সভাপতি শরীফুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী জেলা শাখার আমীর মাওলানা এ.কে.এম সামছুদ্দিন, প্রচার সম্পাদক আ.ন.ম আবদুর রহিম ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ফেনী জেলা শাখার সভাপতি মুহাম্মদ ইলিয়াস। জানাযায় ইমামতি করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী জেলা শাখার সেক্রেটারি মাওলানা আবদুল হান্নান। এসময় সারাদেশে সাধারণ শিক্ষার্থীদের ওপর ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানানো হয় ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের জন্য দোয়া করা হয়।