১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • টপ নিউজ >> দেশজুড়ে >> ফেনী
  • ফেনী জেলা ছাত্রলীগের সাংবাদিকদের অবহিতকরণ
  • ফেনী জেলা ছাত্রলীগের সাংবাদিকদের অবহিতকরণ

    দৈনিক আমার ফেনী

    আমার ফেনী ডেস্ক
    চলমান সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ছাত্রদল ও ছাত্রশিবিরের কর্মসূচী নিয়ে ফেনী জেলা ছাত্রলীগ কর্তৃক অবহিতকরণ প্রেস বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার জেলা ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহাম্মদ তপু ও সাধারণ সম্পাদক মো. নুর করিম জাবেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি দৈনিক আমার ফেনী সম্পাদক বরাবর পাঠানো হয়েছে। নিচে প্রেস বিজ্ঞপ্তিটি হুবহু ছাপানো হয়েছে।

    ফেনীতে কর্মরত সম্মানিত সাংবাদিকবৃন্দ, ফেনী জেলা ছাত্রলীগ এর পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাই। আপনারা জানেন ৬ জুন ২০২৪ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের সূত্রপাত ঘটে। সাধারণ শিক্ষার্থীদের কোটার সুফলের কথা চিন্তা করে আন্দোলনের সূত্রপাত থেকেই বাংলাদেশ ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের পাশে ছিল। বিগত ২১/৭/২০২৪ তারিখ মহামান্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চের রায়ে সাধারণ শিক্ষার্থীদের দাবি অনুযায়ী ৯৩% মেধায় নিয়োগের চুড়ান্ত রায় প্রকাশ হয়েছে। যা সাধারণ শিক্ষার্থী, আন্দোলনকারী শিক্ষার্থী ও আন্দোলনের সমন্বয়কবৃন্দ সাদরে গ্রহন করে তাদের আন্দোলন প্রত্যাহার ঘোষনা করে।

    আপনারা এটাও জানেন যে, কোটা আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের উপর ভর করে দেশব্যাপী সহিংসতা, অগ্নিসংযোগ ও তান্ডবলীলা চালিয়ে সাধারণ শিক্ষার্থী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অসংখ্য সাধারণ জনগনকে নির্বিচারে হত্যা করেছে ছাত্রদল ও ছাত্রশিবিরের ক্যাডাররা। কোটা আন্দোলন নিয়ে ফেনীর সাধারণ শিক্ষার্থীরা সংহতি প্রকাশ করলে ফেনীর শান্তি শৃংঙ্খলা বিনষ্ট হয় এমন কোন কাজে তারা সম্পৃক্ত হয় নাই। এজন্য ফেনীর সাধারণ শিক্ষার্থীদের আমরা সাধুবাদ জানাই। কোটা আন্দোলনের সমন্বকবৃন্দ কোটা আন্দোলন প্রত্যাহার করে নিলেও ফেনীর শান্তি শৃংঙ্খলা বিনষ্টের লক্ষ্যে গতকাল সোমবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর অংশে ফেনী জেলা ছাত্রদল ও ছাত্রশিবিরের সভাপতি সম্পাদকের নেতৃত্বে রাস্তা অবরোধ করে সহিংসতার চেষ্টা চালানো হয়। সেখানে কিছু ছাত্রদল নেতা উপস্থিত ছিল যারা কোন শিক্ষা প্রতিষ্ঠানের নিয়মিত ছাত্র নয়। কিন্তু আমরা বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানতে পারি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ যা মূলত সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনই ছিল না। যেটি জনগণের কাছে ছাত্রদল ও ছাত্রশিবিরের কর্মসূচী হিসেবে দৃশ্যমান হয়েছে। ইতিপূর্বে ফেনী জেলা বিএনপির কার্যালয়ের সামনে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীরা সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে কর্মসূচী পালন করেছিল। তাদের এমন কর্মকান্ডে ফেনীর সাধারণ শিক্ষার্থীরা ব্যথিত এবং উদ্বিগ্ন প্রকাশ করছে।

    পরিশেষে সম্মানিত সাংবাদিকবৃন্দের প্রতি আমাদের বিনীত অনুরোধ ছাত্রদল, ছাত্রশিবির ও অন্যান্য রাজনৈতিক ছাত্র সংগঠন যদি কোন কর্মসূচী পালন করলে গণমাধ্যমে সংবাদ প্রকাশের ক্ষেত্রে তাদের রাজনৈতিক পরিচয় তুলে ধরতে অনুরোধ জানাচ্ছি। এতে সাধারণ মানুষ ও সাধারণ শিক্ষার্থীরা সঠিক তথ্যটি জানতে পারবে।

    আপনাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।

    আরও পড়ুন

    জনসভাকে কেন্দ্র করে জেলা বিএনপির প্রস্তুতি সভা
    ফাজিলপুরে যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    চাঁদাবাজির অভিযোগে জামায়াতের জাকির বহিষ্কার
    ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে ৬০ লাখ টাকা চাঁদাবাজি
    ক্রীড়া সংস্থার কমিটি বাতিলের দাবিতে লিফলেট বিতরণ
    স্কাউটস’র সহ-সভাপতি সাংবাদিক রহীম
    হাইওয়ে পুলিশ ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন
    রোগীদের অযথা হয়রানি বন্ধে যত্নবান হউন -জেলা প্রশাসক