নিজস্ব প্রতিবেদক
ফেনীর সন্তান রফিকুল আলম মজনুকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক করা হয়েছে। তিনি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সদস্য সচিব ছিলেন। মজনু ফেনী সদর উপজেলার মৌটবী ইউনিয়নের সন্তান। কমিটির সদস্য সচিব করা হয়েছে তানভীর আহমেদ রবিনকে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে রোববার এ কমিটি গঠনের কথা জানানো হয়। ২০২১ সালের ২ আগষ্ট বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালামকে আহ্বায়ক ও রফিকুল আলম মজনুকে সদস্য সচিব ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির কমিটি ঘোষণা করা হয়েছিল।
১৩ জুন বিএনপির চার মহানগর কমিটি ভেঙে দেয়া হয়েছিল। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কমিটি ভেঙে দেওয়া হয়।
আহবায়ক হয়ে রফিকুল আলম মজনু বলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি ও তার চিকিৎসা নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগ সরকার আমাদের দাবী না মানলে আমরা ঢাকাসহ সারা বাংলাদেশে দুর্বার আন্দোলন গড়ে তুলবো। খালেদা জিয়াকে আমরা মুক্ত করবই করবো।