চৌদ্দগ্রাম প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রামে হাফেজ মাওলানা মো. বদরুল হাসান (৪২) নামে মসজিদের এক ইমামের উপর নামাজরত অবস্থায় হামলা চালিয়েছে ক্ষুব্ধ এক মুসল্লী। এ সময় হামলাকারীর ছুরিকাঘাতে ইমামের পাজরের দুইপাশে মারাত্মক রক্তাক্ত জখম হয়। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার মাগরিবের নামাজ চলাকালীন সময় উপজেলার আলকরা ইউনিয়নের সাতচর উত্তরপাড়া জামে মসজিদে।
পরে মসজিদে উপস্থিত অপর মুসল্লীরা গুরুতর আহত ইমামকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে গুরুতর অবস্থায় তাকে ঢাকায় নেওয়া হয়।
এদিকে স্থানীয়রা রিয়াজুল হক সজীব (২৫) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। সে একই ইউনিয়নের সাতচর গ্রামের মৃত ছেরাজুল হকের ছেলে। বুধবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা বিষয়টি নিশ্চিত করেছেন ।