শহর প্রতিনিধি
ফেনী কেন্দ্রীয় বড় জামে মসজিদের সামনে
পরিবেশ ক্লাব অব ইয়ুথ নেটওয়ার্কের উদ্যোগে ডাস্টবিন স্থাপন করা হয়েছে। সোমবার (২৪ জুন) বাদ যোহর ডাস্টবিনগুলো মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শফিকুর রহমানের কাছে হস্তান্তর করেন পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠন পরিবেশ ক্লাব অব ইয়ুথ নেটওয়ার্কের নেতৃবৃন্দ। এসময় আরো উপস্থিত ছিলেন, ফেনীর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম, কেন্দ্রীয় বড় জামে মসজিদ পরিচালনা কমিটির সহ-সভাপতি মো.মোশাররফ হোসেন ভূঁইয়া, শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী, বসুন্ধরা ট্রেডার্সের
সত্ত্বাধিকারী নিজাম উদ্দিন, পরিবেশ ক্লাব অব ইয়ুথ নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা সভাপতি নজরুল বিন মাহমুদুল, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ফয়সাল আহাম্মদ ও পরিবেশ ক্লাব অব ইয়ুথ নেটওয়ার্ক সদর উপজেলা শাখার সভাপতি ফেরদাউছ আহম্মদ। এসময় পরিবেশ ক্লাব অব ইয়ুথ নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা সভাপতি নজরুল বিন মাহমুদুল বলেন, পবিত্রতা ও সৌন্দর্য রক্ষায় মুসল্লি-পথচারীদের সুবিধার্থে বড় মসজিদের সামনে আমাদের ক্লাবের উদ্যোগে আমরা ডাস্টবিন স্থাপন করলাম। ডাস্টবিন স্থাপনের ফলে মসজিদের সামনের রাস্তা পরিষ্কার-পরিচ্ছন্ন থাকবে। পরিবেশ ক্লাব অব ইয়ুথ নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ফয়সাল আহাম্মদ বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতার
বিষয়ে যদি আমরা প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হই তাহলে আমাদের দেশ হবে পরিচ্ছন্ন আর পরিবেশ হবে স্বচ্ছ।