দাগনভূঞা প্রতিনিধি
দাগনভূঞা থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে ইয়াকুবপুর ইউনিয়নের করমুল্যাপুর গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সোমবার সকালে স্থানীয়রা লাশটি দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। লাশটির পরিচয় জানা যায়নি। লাশের পরিচয় শনাক্তের জন্য পিবিআইয়ের সহযোগিতা চাওয়া হয়েছে।
দাগনভূঞা থানার ওসি (তদন্ত) রাসেল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।