ফুলগাজী প্রতিনিধি
ফুলগাজীতে দলীয় নেতাকর্মীদের সাথে ঈদ পুনর্মিলনী করলেন আলাউদ্দিন আহমদ চৌধুরী নাসিম।
শুক্রবার বিকাল ৪ টা উপজেলা আওয়ামী লীগ কার্যালয় বঙ্গবন্ধু কমপ্লেক্সের, ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবদুল আলিমের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেনী-১ আসনের সাংসদ আলাউদ্দিন আহমদ চৌধুরী নাসিম। অনুষ্ঠানে আরো ছিলেন , ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. হারুন মজুুমদার, ফুলগাজী উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অনিল বণিক, মহিলা ভাইস চেয়ারম্যান মঞ্জুরা আজিজ, ফুলগাজী সদর ইউপি চেয়ারম্যান মো. সেলিম, মুন্সীরহাট ইউপি চেয়ারম্যান ভিপি নরুল আমিন, দরবারপুর ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন মজুুমদার, আমজাদহাট ইউপি মীর হোসেন মিরু, জি এম হাট ইউপি চেয়ারম্যান সৈয়দ জাকির হোসেন রতন সহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।