ফুলগাজী প্রতিনিধি
ঝড়ে গাছ পড়ে ফুলগাজীতে গরু মরে যাওয়া কৃষককে অনুদান দিয়েছেন ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার।
গত শনিবার দুপুরে মুন্সীরহাট ইউনিয়নের দক্ষিণ ফকিরের খিল গ্রামের বৃদ্ধ কৃষক মোয়াজ্জেম হোসেন বাবুলের একটি গরু মারা যায়।
তিনি গরুটি বিক্রির উদ্দ্যেশে ফুলগাজী বাজারে নিয়ে আসার সময় হঠাৎ ঝড়ের কবলে পড়ে। গরুটি নিয়ে ফুলগাজী পুরাতন রেলওয়ে ষ্টেশনের পাশে একটা দোকানের সাথে বেঁধে রাখেন। বাতাসের বেগ বেশি থাকায় একটি বড় গাছ ভেঙ্গে পড়ে। এসময় চারটি দোকান ভেঙ্গে চুরমার হয়ে যায় ও গাছের নিচে চাপা পড়ে বৃদ্ধ কৃষকের গরুটি মারা যায়।
দোকান ঘর ভেঙ্গে যাওয়া ও বৃদ্ধ কৃষকের গরু মরে যাওয়ার ঘটনা শুনে ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) তানিয়া ভূঁইয়া তাকে কিছু ক্ষতি পূরণের আশ্বাস দেন।
রবিবার দুপুরে ফুলগাজীর বিভিন্ন ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করেন, জেলা প্রশাসক মোসাম্মৎ শাহীনা আক্তার।
এসময় তিনি ক্ষতিগ্রস্ত অসহায় বৃদ্ধ কৃষক বাবুলকে, জেলা প্রশাসকের পক্ষথেকে নগদ ১০ হাজার টাকা ও শুকনা খাদ্য সামগ্রী দেন। পরবর্তীতে তাকে একটি গরু ব্যবস্থা করে দেওয়াসহ আরো সহযোগিতার আশ্বাস দেন। এ ছাড়াও বাকী যে দোকান গুলো নষ্ট হয়েছে, সে গুলো তালিকা করে টিন ও টাকার ব্যবস্থা করবে বলে আশ্বাস দেন। ও ক্ষতিগ্রস্থদের শুকনা খাবার বিতরণ করেন।
এসময় উপজেলা নির্বহী কর্মকর্তা তানিয়া ভূঁইয়া, ফুলগাজী বাজার ব্যবসায়ীকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মীর হোসেন মিরু প্রমুখ উপস্থিত ছিলেন।