নিজস্ব প্রতিবেদক
ঢাকা মহানগর দক্ষিন যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনামকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এর আগে মঙ্গলবার সকালে তিনি ঢাকা জজ কোর্টে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ করে। খন্দকার এনামুল হক এনাম ফেনীর ফুলগাজী উপজেলার জিএম হাট ইউনিয়নের বশিকপুর গ্রামের সন্তান।
জানাগেছে, ২০০৯ সাল থেকে এ পর্যন্ত এনামের বিরুদ্ধে সর্বমোট ৩২৬ টি মামলা দায়ের করা হয়েছে। মামলাগুলোর মধ্যে পল্টন থানার দায়েরকৃত চার মামলায় তার ১২ বছরের সাজা দেয়া হয়।
খন্দকার এনাম ৩২৬ মামলার মধ্যে ২৪৪ টি মামলায় জামিনে আছেন। ৭৮ টি মামলায় তার বিরুদ্ধ ওয়ারেন্ট রয়েছে।
সম্প্রতি তার বিরুদ্ধে ২১ টি মামলা হয়েছে। নতুন সবগুলো মামলায় তিনি উচ্চ আদালত থেকে আগাম জামিন নিয়েছেন।
প্রসঙ্গত; খন্দকার এনামুল হক এনাম ফেনীর ফুলগাজী উপজেলার জিএম হাট ইউনিয়নের বশিকপুর গ্রামের সন্তান। তিনি হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজে ১৯৯৩ সালে ভর্তি হয়ে ছাত্রদলের রাজনীতে শুরু করেন। ১৯৯৪-৯৫ কলেজ ছাত্র সংসদের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে নির্বাচিত হন। ১৯৯৭-২০০০ সালে মতিঝিল থানার ৩৬নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক-সভাপতি এবং পল্টন থানা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি নির্বাচিত হন ২০০৩ সালে। এরপর অবিভক্ত ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেন। এরপর তিনি ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব ও আহ্বায়ক পদে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন।